চলতি বছরের চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
আজ বৃহস্পতিবার আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামী ৪ আগস্ট হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে, চলতি মাসের ১৮,২১, ২৩ ও ২৫ তারিখের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
কোটা সংস্কারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারাদেশে স্কুল,কলেজ,মাদ্রাসা,পলিটেকনি
এম.কে
২৫ জুলাই ২০২৪