14.2 C
London
May 21, 2024
TV3 BANGLA
ইউরোপ

২২তম সন্তানের পর আর বাচ্চা নিবে না ব্রিটেনের সবচেয়ে বড় পরিবার

ব্রিটেনের বৃহত্তম পরিবারের অভিভাবক ৪৫ বছর বয়সী সু এবং ৪৮ বছর বয়সী নোয়েল রেডফোর্ড তাদের ২২তম সন্তানের পর আর বাচ্চা নিবেন না বলে ঘোষণা দিয়েছেন।

নোয়েল পেশায় একজন বেকারি। এই পরিবার ২৪ জন সদস্য নিয়ে বর্তমানে ইংল্যান্ডের উপকূলীয় শহর মোরেক্যাম্বেতে ১০ বেডরুমের এক বাড়িতে থাকেন।

সু ও নোয়েল ২৮ বছর বিয়ে করেছেন হয়েছে। তাদের সবচেয়ে বড় সন্তান এখন ৩০ বছর বয়সী এবং সর্বকনিষ্ঠ জন ৫ মাস বয়সী।

তাদের সন্তানের সংখ্যা যখন ১৫, তখন প্রথমবার টিভি চ্যানেল ফোর এর মাধ্যমে পরিচিতি পায় এই পরিবার। এর পর থেকে নিয়মিতভাবে ভক্তদের টিভি প্রোগ্রাম এবং নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের বিশাল পরিবার সম্পর্কে জানিয়ে আসছে তারা।

টিভি ক্যামেরার সামনে একাধিকবার তাদের বাড়ি দেখানো হলেও এই দম্পতি বলেন তাদের কয়েকজন সন্তান ক্যামেরার সামনে আসতে আগ্রহী না। ছেলেরা বিশেষ করে ক্যামেরার সামনে আসতে চায় না। তাই কয়েক জনকে ব্লগে দেখতে পাবেন না।

নোয়েল জানান, প্রথম প্রথম ক্যামেরার সামনে আসতে অসস্থির লাগতো কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে।

কিন্তু এক সন্তান মিলি জানিয়েছেন, আমরা প্রায় আট বছর ধরে টিভির সামনে আসছি, এটি এখন আমাদের কাছে একটি স্বাভাবিক বিষয়। আমার কাছে ভালই লাগে।

১৯ বছর বয়সী মিলির সেপ্টেম্বরে প্রথম সন্তান ওফেলিয়ার জন্ম হয়। ওফেলিয়া হল নোয়েল এবং সু’র ষষ্ঠ নাতনি।

সূত্র: মিরর
১১ নভেম্বর ২০২০
এসএফ / এনএইচ

আরো পড়ুন

ব্রিটেনের যে ছোট্ট শহরে করোনার আক্রান্তের হার সবচেয়ে বেশি

অনলাইন ডেস্ক

ব্রেক্সিটের কারণে ইইউ দেশগুলোতে ভ্রমণে আসবে নানা পরিবর্তন

অনলাইন ডেস্ক

আবেদন বাতিল হলেও যেভাবে পাবেন ইতালির ভিসা