২৫ তারিখ তারেক রহমান দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান। জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর চ্যানেল আইয়ের একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
অনুষ্ঠানে আক্তারুজ্জামান বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবসম্মত নয়। তার বক্তব্য অনুযায়ী, ২৫ তারিখে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই।
নিজেকে ‘সর্ব বিষয়ে জ্ঞানী’ দাবি করে তিনি আরও বলেন, অতীতে নিজের মায়ের অসুস্থতার সময় যিনি দেশে ফেরেননি, তিনি এখন দেশে ফিরবেন—এমন ধারণা গ্রহণযোগ্য নয়। এই যুক্তির ভিত্তিতেই তিনি তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
টকশোতে দেওয়া এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি ও তারেক রহমানের ঘনিষ্ঠ মহল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
সূত্রঃ চ্যানেল আই
এম.কে

