নেট মাইগ্রেশনকে হ্রাস করার জন্য গত সপ্তাহে পাঁচ দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর পাঁচ দফার মধ্যে উল্লেখযোগ্য একটি দফা ছিল স্পাউস ভিসায় আনতে হলেও বছরে আয় নূন্যতম ৩৭ হাজার পাউন্ডের বেশি হতে হবে।
তবে শুক্রবার প্রকাশিত একটি বর্ধিত ব্লগ পোস্টে, হোম অফিস নিশ্চিত করেছে স্পাউস ভিসায় ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তার ক্ষেত্রে খুব বেশি বৃদ্ধির পরিকল্পনা এখনই হোম অফিসের নেই। তাছাড়া নূন্যতম বেতনের এই হঠাৎ বৃদ্ধি কতটুকু তাৎপর্য রাখবে সেই বিষয়ে পর্যালোচনা করছে হোমঅফিস বলে এই ব্লগ পোস্টে উল্লেখ করা হয়।
হোমঅফিস গত সপ্তাহে ঘোষণা করেছিল যে স্ত্রী বা পরিবার ভিসার জন্য ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তা ২০২৪ সালের স্প্রিং হতে ১৮,৬০০ পাউন্ড থেকে ৩৮,৭০০ পাউন্ডে উন্নীত করা হবে। তবে যুক্তরাজ্যে অবস্থানকারী স্পাউসদের ভিসা পুনর্নবীকরণকারী লোকদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য কিনা তা স্পষ্ট নয়।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বিবৃতিতে জানান, যুক্তরাজ্যে স্পাউস ভিসায় যারা অবস্থান করছেন তাদের ভিসা নবায়নের ক্ষেত্রে কি আইন প্রযোজ্য হবে তা দেখার জন্য বর্তমানে কাজ চলছে।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট নিউজ
এম.কে
১২ ডিসেম্বর ২০২৩