18.3 C
London
August 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

৩৭ বছর পর বাংলাদেশের দুই সাঁতারুর ইংলিশ চ্যানেল জয়ের কীর্তি

বাংলাদেশের দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল সফলভাবে পাড়ি দিলেন। মঙ্গলবার (২৯ জুলাই) তারা টানা ১৬ ঘণ্টা সাঁতরে এই ঐতিহাসিক কীর্তি গড়েন। জুলাইয়ের প্রথম সপ্তাহে তারা ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানান, দুজনই একই ফ্লাইটে লন্ডনে যান এবং চ্যানেল অতিক্রমের আগে অন্তত ১০ দিন যুক্তরাজ্যে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশের ইতিহাসে এর আগে তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। প্রথম এশীয় সাঁতারু হিসেবে ব্রজেন দাস ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ছয়বার এই চ্যানেল পাড়ি দেন এবং সেই সময় দ্রুততম সময়ে চ্যানেল অতিক্রমের রেকর্ড গড়েন। পরে ১৯৬৫ সালে আব্দুল মালেক এবং ১৯৮৭ সালে মোশাররফ হোসেন এই কীর্তি অর্জন করেন।

ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা সাধারণত ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যা সাঁতারুদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এই প্রতিকূল পরিবেশে হিমেল ও সাগরের সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩১ জুলাই ২০২৫

আরো পড়ুন

উত্তরায় যৌথবাহিনীর অভিযানে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

সুন্দরবনের মধুঃ মন্ত্রণালয়ে আবেদন ঝুলে আছে ৭ বছর, পরে আবেদন করে জিআই পেল ভারত