TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৫০ হাজার দর্শনার্থীর স্বপ্ন দেখিয়ে ডুবাল আয়োজকরা—লন্ডন পেট শো নিয়ে প্রতারণার অভিযোগ

লন্ডনের অলিম্পিয়ায় অনুষ্ঠিত লন্ডন পেট শো লাইভ ২০২৫–এ ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। আয়োজকেরা প্রদর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুই দিনে অন্তত ৫০ হাজার দর্শনার্থী ইভেন্টে অংশ নেবেন। কিন্তু বাস্তবে উপস্থিত ছিলেন মাত্র প্রায় ২ হাজার মানুষ। এতে বহু ক্ষুদ্র ব্যবসা লাখ লাখ টাকা সমপরিমাণ ক্ষতির শিকার হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে পুলিশের কাছে একাধিক প্রতারণার অভিযোগ দাখিল হয়েছে।

 

ওয়েলসের ক্লাইডাক, সোয়ানসিভিত্তিক পোষাপ্রাণী পরিচর্যা–পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নিলাকোয়া পেটস ইভেন্টটিতে অংশ নিয়ে হতাশাজনক অভিজ্ঞতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার কেটি পারকিন্স জানান, ইভেন্টের শুরুতেই দেখা যায় ঘোষিত দর্শকসংখ্যার অল্প একটি অংশই উপস্থিত হয়েছেন। হলটির ধারণক্ষমতা মাত্র ৫ হাজার হলেও সেখানে সর্বোচ্চ ২ হাজার মানুষও আসেননি—তাদের বড় একটি অংশেরই আবার পোষা কুকুরও নেই। তাছাড়া ইভেন্টে কুকুর আনার অনুমতি ছিল না, যা পেট শোর জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়ায়।

কেটি বলেন, “আমরা বহু শো করি, ভালো-মন্দ দুইটাই দেখেছি। কিন্তু এই ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা এত কম হবে—এটা কল্পনাতীত। শুধু আমরা নই, সকল প্রদর্শক একই পরিস্থিতিতে পড়েছেন। এত প্রস্তুতি, মার্কেটিং, পণ্য প্রস্তুত, ভ্রমণ ব্যয়—সব মিলিয়ে প্রচুর ক্ষতি হলো।”

ইভেন্টটি আয়োজন করেছিল এলিট ইভেন্টস লিমিটেড, যার পরিচালনায় রয়েছেন অস্কার ভন কিসাল। শো শেষ হওয়ার পর একাধিক প্রদর্শক প্রতারণার অভিযোগ করলে বিষয়টি পুলিশের নজরে আসে। কোম্পানি হাউসের তথ্যে দেখা যাচ্ছে, এলিট ইভেন্টস লিমিটেড বর্তমানে লিকুইডেশনে রয়েছে। কিসালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নিলাকোয়া পেটস, ওয়াটারলেস লিমিটেডের অংশ, যা ২০০৯ সালে ভাই–বোন জেসিকা ও ভিক্টর এফোর্ড প্রতিষ্ঠা করেন। কেটি জানান, তারা তুলনামূলকভাবে নিজেদের ক্ষতি সামলাতে পারছেন, কারণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে স্থিতিশীল। তাদের প্রায় ২,২০০ পাউন্ড ক্ষতি হয়েছে। তবে অনেক প্রদর্শক ৫ হাজার থেকে ৬ হাজার পাউন্ড পর্যন্ত লোকসান গুনেছেন।

“টাকা ফিরে পাব বলে মনে হয় না। এখন বিষয়টা শুধুই ন্যায়বিচারের,” বলেন কেটি।

থেমস ভ্যালি পুলিশ জানায়, লন্ডন পেট শো লাইভ ২০২৫–কে ঘিরে বেশ কয়েকটি প্রতারণা–সংক্রান্ত অভিযোগ করা হয়েছে, এবং বিষয়টি পর্যালোচনায় রয়েছে। প্রতারণার শিকার হলে অ্যাকশন ফ্রড–এ রিপোর্ট করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মেলঅনলাইনকে দেওয়া বিবৃতিতে এলিট ইভেন্টস লাইভ লিমিটেড স্বীকার করেছে যে দর্শনার্থীর সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রদর্শকদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা হচ্ছে এবং সম্ভাব্য প্রতিকার খুঁজতে আর্থিক অংশীদারদের সঙ্গে কাজ চলছে। তারা আরও জানায়, প্রথম বছরের ইভেন্ট হিসেবে এ থেকে শেখার আছে এবং ভবিষ্যৎ ইভেন্টের মার্কেটিং ও পরিকল্পনা আরও উন্নত করা হবে।

সূত্রঃ ওয়েলস অনলাইন

এম.কে

আরো পড়ুন

লন্ডনে মুসলিম চ্যারিটি দৌড়ে নারীদের নিষিদ্ধকরণে ক্ষোভঃ সরকারের নজরদারি শুরু

খাদ্য ও পানীয়ের দাম বৃদ্ধি: আগস্টে যুক্তরাজ্যে রেকর্ড মূল্যস্ফীতি

অনলাইন ডেস্ক

টিউলিপকে এবার ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি