7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। দুর্নীতির দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়ার তিন দিন পর পাকিস্তানের নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।
খবরে জানা যায়, নির্বাচন কমিশনার এই ঘোষণার অর্থ দাঁড়ায় ইমরান খানকে এমপি পদ থেকে বরখাস্ত করা হবে। ইমরান খাঁন দাবি করেছেন, অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তবে পাকিস্তান সরকার তা অস্বীকার করে।
ঘোষণার আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ুম আওরঙ্গজেব একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, আইনানুযায়ী আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আদালতে দোষী প্রমাণিত একজন ব্যক্তিকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত।
গ্রেফতার ৭০ বছর বয়সী ইমরান ২০১৮ সালে পাকিস্তানের নেতা নির্বাচিত হন। গত বছর অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। পাকিস্তানের আইন অনুযায়ী, একজন দোষী সাব্যস্ত ব্যক্তি পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের জন্য নির্বাচনে লড়তে পারেন না। তার দল দোষী সাব্যস্তের রায়কে চ্যালেঞ্জ করেছে এবং বুধবার ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানি হবে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে ইসলামাবাদের কাছে একটি কারাগারে বন্দি রয়েছেন।
এম.কে
১০ আগস্ট ২০২৩

আরো পড়ুন

Further Grants for businesses

অনলাইন ডেস্ক

চতুর্থ রাউন্ডের ভোটেও শীর্ষে ঋষি সুনাক

বাংলাদেশিদের টার্গেট করে ব্রিটেনের ‘ওয়ার্ক ভিসা স্ক্যাম’

অনলাইন ডেস্ক