6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার রিমান্ড মঞ্জুর করেন।

কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় তাকে রিমান্ডে পাঠানো হলো।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে জিয়াউল আহসানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আদালতে আনা হয়।

তাকে তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এম.কে
১৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মকঃ অ্যাটর্নি জেনারেল

থার্ড টার্মিনালের পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানের ৬ প্রতিষ্ঠান, অগ্রিম প্রদান করবে ২ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

রাষ্ট্রদূত হচ্ছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী