13.2 C
London
May 8, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

৯ মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি, এখন সময় আঙ্গুল বাঁকা করারঃ সারজিস আলম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ না দেয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার এই কর্মসূচির সঙ্গে সহমত প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও।

বৃহস্পতিবার (৮ মে) ১০ টা ৫৫ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে সারজিস লেখেন, ‘হাসনাতের সঙ্গে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। ৯ মাসে সোজা আঙুলে কাজ হয়নি। এখন সময় আঙুল বাঁকা করার।’

এর আগে, হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের কর্মসূচি ঘোষণা করে ফেসবুকে লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।

এম.কে
০৮ মে ২০২৫

আরো পড়ুন

রেমিট্যান্স প্রবাহে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিলেটে এমপির গাড়িতে হামলা, পাশেই ছিল দর্শক পুলিশ

অনলাইন ডেস্ক

কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেনঃ তারেক রহমান