13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ভূমধ্যসাগর থেকে ৯৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

ভূমধ্যসাগর থেকে নারী ও শিশুসহ ৯৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ভূমধ্যসাগরে ‘সি-ওয়াচ থ্রি’ নামের একটি জাহাজ দু’টি নৌকা থেকে ৩৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

 

মাল্টার জন্য নির্ধারিত ভূমধ্যসাগরের তল্লাশি ও উদ্ধার জোনে এই দুটি নৌকাকে লিবিয়ার কোস্টগার্ড আটক করে। উদ্ধার হওয়া সবাই দক্ষিণ সুদান, তিউনিসিয়া, মরক্কো, আইভরি কোস্ট ও মালির বাসিন্দা।

 

উদ্ধার হওয়াদের মধ্যে ৯ জন শিশু, যাদের কোনো অভিভাবক ছিল না। এর মধ্যে মধ্যে তিন জন বয়সে বেশ ছোট। নৌকায় সাত মাসের গর্ভবতী এক নারীও ছিলেন। এছাড়াও ওই ৩৩ জন অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেকেই আহত ছিলেন।

 

এ ঘটনার পর শুক্রবার (৩০ জুলাই) ভোরে লিবিয়ার তল্লাশি ও উদ্ধার জোনে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা থেকে ৬০ জনেরও বেশি ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে সি-ওয়াচ থ্রি। উদ্ধার হওয়াদের বেশিরভাগই লিবিয়ার নাগরিক।

 

১ আগস্ট ২০২১
সূত্র- রয়টার্স

আরো পড়ুন

রেস্তোরাঁকর্মীদের টিপস মালিকের নেয়া নিষিদ্ধ করা হবে যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

ব্রেক্সিট ভুল ছিল বলা লোকের সংখ্যা বাড়ছেঃ জরিপ

Law with N. Rahman | 4 April