ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক নারী পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। গাড়ি চাপা দেওয়ার পর একই গাড়ি দিয়ে ওই নারী পথচারীকে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। পরে গাড়ি চালককে পথরোধ করে গণপিটুনি দেয় সাধারণ জনতা। গণপিটুনিতে গাড়ি চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সহযোগী অধ্যাপক আজহার জাফর শাহ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী তেজগাঁও এলাকায় বসবাস করতেন। তার নাম রুবিনা আক্তার (৪৫)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নীলক্ষেত পুলিশ ইনচার্জ জাফর শিশির বলেন, ‘জাতীয় কবি নজরুল ইসলামের মাজারের সামনে গাড়িটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। সেখানে মোটর সাইকেলের আরোহী ওই নারী গাড়ির বাম্বারের সঙ্গে আটকে যান। ওই অবস্থায় গাড়ির ড্রাইভার সেখান থেকে টিএসসি, ভিসি চত্ত্বর, নীলক্ষেত মোড় পর্যন্ত তাকে টেনে নিয়ে আসেন। সেখানে জনতা তাকে আটকিয়ে গণপিটুনি দেয়। গণপিটুনিতে তিনিও মারাত্মকভাবে আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজে তার চিকিৎসা চলছে।’
এদিকে, প্রাইভেটকারের ওই চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে এসে তার পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওই শিক্ষক চাকরিচ্যুত। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।’
৩ ডিসেম্বর ২০২২
সূত্র: যুগান্তর