ইংল্যান্ডের উইন্ডসর কাসেলে ব্রিটিশ রাজপরিবারের ব্যক্তিগত সমাধিক্ষেত্রে উনবিংশ শতকে কবর দেয়া ইথিওপিয়ার রাজপুত্রের দেহাবশেষ এখন ফেরত পেতে উন্মুখ ইথিওপিয়া। কিন্তু বাকিংহাম প্রাসাদ এ দাবি মানতে নারাজ।
প্রায় ১৪৫ বছর আগে যুক্তরাজ্যে মাত্র ১৮ বছর বয়সে মারা যান ইথিওপিয়ার যুবরাজ প্রিন্স আলেমায়েহু।
যুবরাজ আলেমায়েহুর এক বংশধর ফাসিল মিনাস বলেন, ‘আমরা পরিবারের তরফ থেকে এবং ইথিওপিয়ার জনগণের পক্ষ থেকে তার দেহাবশেষ ফেরত চাই, কারণ ইংল্যান্ড তো তার জন্মস্থান নয়!’
তিনি বলেন, ‘তাই যুক্তরাজ্যে তাকে কবর দেয়া সঠিক ছিল না।’
কিন্তু বাকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন উইন্ডসর প্রাসাদের সেন্ট জর্জেস চ্যাপেল থেকে তার লাশ খুঁড়ে তোলা যাবে না। তাতে কবরস্থ অন্য লাশগুলো ক্ষতিগ্রস্ত হবে।