17.7 C
London
July 24, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইথিওপিয়ার রাজপুত্রের দেহাবশেষ ফেরত দিতে নারাজ ব্রিটিশ রাজপরিবার

ইংল্যান্ডের উইন্ডসর কাসেলে ব্রিটিশ রাজপরিবারের ব্যক্তিগত সমাধিক্ষেত্রে উনবিংশ শতকে কবর দেয়া ইথিওপিয়ার রাজপুত্রের দেহাবশেষ এখন ফেরত পেতে উন্মুখ ইথিওপিয়া। কিন্তু বাকিংহাম প্রাসাদ এ দাবি মানতে নারাজ।

প্রায় ১৪৫ বছর আগে যুক্তরাজ্যে মাত্র ১৮ বছর বয়সে মারা যান ইথিওপিয়ার যুবরাজ প্রিন্স আলেমায়েহু।

 

 

 

 

যুবরাজ আলেমায়েহুর এক বংশধর ফাসিল মিনাস বলেন, ‘আমরা পরিবারের তরফ থেকে এবং ইথিওপিয়ার জনগণের পক্ষ থেকে তার দেহাবশেষ ফেরত চাই, কারণ ইংল্যান্ড তো তার জন্মস্থান নয়!’

তিনি বলেন, ‘তাই যুক্তরাজ্যে তাকে কবর দেয়া সঠিক ছিল না।’

কিন্তু বাকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন উইন্ডসর প্রাসাদের সেন্ট জর্জেস চ্যাপেল থেকে তার লাশ খুঁড়ে তোলা যাবে না। তাতে কবরস্থ অন্য লাশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

 

আরো পড়ুন

সুখবর! নির্মাণকর্মীরা সহজেই পাবেন যুক্তরাজ্যের ভিসা

যুক্তরাজ্যে পারমাণবিক বর্জ্য ডিসপোজালের পরিকল্পনা নিয়ে বিতর্ক

লন্ডনে রাতভর মানুষের ঢল, শ্রদ্ধা জানালেন বিশ্বনেতারা

অনলাইন ডেস্ক