যুক্তরাজ্যের গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে, গাড়িতে বন্ধু বা পরিবারের কাউকে তুলে দেওয়ার মতো সাধারণ কাজও কখনো কখনো আইনি জটিলতা ডেকে আনতে পারে। অফিসে সহকর্মীকে নিয়ে যাওয়া কিংবা আড্ডার পর বন্ধুকে বাড়ি পৌঁছে দেওয়া অনেকের কাছেই নিত্যদিনের বিষয় হলেও এর পেছনে লুকিয়ে আছে সম্ভাব্য ঝুঁকি।
বীমা সংস্থা Tiger.co.uk জানিয়েছে, যদি চালক যাত্রীদের কাছ থেকে টাকা নেন এবং তাতে ব্যক্তিগতভাবে লাভবান হন, তবে তা অবৈধ ট্যাক্সি সার্ভিস হিসেবে গণ্য হতে পারে। এমন পরিস্থিতিতে গাড়িচালকদের বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে এবং প্রয়োজনে তাদের গাড়ির বীমাও বাতিল হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বন্ধু বা সহকর্মীর কাছ থেকে জ্বালানির খরচ ভাগাভাগি করা আইনসিদ্ধ হলেও, এর বাইরে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া গ্রহণ করলে তা সরাসরি নিয়ম ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। অনেক চালক হয়তো না বুঝেই এই ভুল করছেন, কিন্তু এতে তারা নিজেরাই অজান্তে আইনি ঝুঁকিতে পড়ে যাচ্ছেন।
পরিবহন বিশেষজ্ঞরা চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাত্রী পরিবহনের সময় কখনোই আর্থিক লেনদেন না করতে। অন্যথায়, ছোট একটি ভুলই বীমা বাতিল, বড় জরিমানা এবং আইনি জটিলতায় ফেলতে পারে গাড়িচালকদের।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৯ আগস্ট ২০২৫