11.6 C
London
April 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বিমসটেক সম্মেলনঃ নৈশভোজে ড. ইউনূসের পাশে বসলেন নরেন্দ্র মোদি

ব্যাংককের বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাদের একসঙ্গে বসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকেই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করার পরই এটি আলোচনায় আসে। শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়, ড. ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে আছেন।

শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেছেন যে, ছবিগুলো ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের সময় তোলা হয়েছে।

এর আগে, বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। দুপুর ১২টার দিকে তিনি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছালে থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই তাকে স্বাগত জানান।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

সিলেটে ডিবি পরিচয়ে মহিষভর্তি ট্রাক ছিনতাই

ডিএমপিঃ ৫ আগস্ট পুলিশের উপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ভুল তথ্য প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো