15.3 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অক্টোবর ২০২৫ থেকে ব্রিটিশ পর্যটকদের জন্য নতুন EU সীমান্ত প্রক্রিয়াঃ EES চাল

যুক্তরাজ্য থেকে ইউরোপ ভ্রমণে নতুন ধাপ:
অক্টোবর ২০২৫ থেকে ব্রিটিশ পর্যটকরা Schengen এলাকায় প্রবেশের সময় নতুন “Entry-Exit System” (EES)-এর আওতায় আসবেন। এই সিস্টেমে প্রথমবার সীমান্ত অতিক্রম করার সময় ফিঙ্গারপ্রিন্ট ও মুখের বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। EES ১৮০ দিনের মধ্যে ধাপে ধাপে চালু হবে এবং এপ্রিল ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ কার্যকর হবে।

 

সীমান্তে কী পরিবর্তন আসছে:
EES-এর মাধ্যমে প্রতিটি বাহ্যিক Schengen সীমান্ত কেন্দ্রিয়ভাবে সংযুক্ত হবে। পাসপোর্ট স্ট্যাম্পের প্রথা শেষ হবে, তবে প্রথমদিকে “ডাবল রেড টেপ” থাকবে – পাসপোর্ট স্ট্যাম্প ও বায়োমেট্রিক উভয়ই গ্রহণ করা হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য হলো পরিচয় প্রতারণা প্রতিহত করা, সীমান্ত লঙ্ঘন শনাক্ত করা এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত করা।

ব্রিটিশ পর্যটকদের জন্য বিশেষ নিয়ম:
UK পাসপোর্টধারীরা তৃতীয় দেশের নাগরিক হিসেবে ১৮০ দিনের মধ্যে সর্বাধিক ৯০ দিন থাকতে পারবেন। প্রথমবার EES-এর মাধ্যমে সীমান্ত অতিক্রম করলে তথ্য ৩ বছরের জন্য বৈধ থাকবে। পরবর্তী যাত্রায় শুধু মুখের বায়োমেট্রিক লাগবে। Ireland বা EU পাসপোর্টধারীরা EES-এর আওতায় নয়; তারা আগের মতোই দ্রুত সীমান্ত অতিক্রম করতে পারবেন।

EES রোল-আউট এবং সীমান্ত প্রক্রিয়া:
১২ অক্টোবর ২০২৫ থেকে সীমান্তের কমপক্ষে ১০% পয়েন্টে EES কার্যকর হবে। ডিসেম্বরে সীমান্তে বায়োমেট্রিক বাধ্যতামূলক হবে, এবং জানুয়ারি ২০২৬ পর্যন্ত অন্তত অর্ধেক সীমান্তে নতুন প্রক্রিয়া চালু থাকবে। এপ্রিল ২০২৬ নাগাদ পুরো Schengen এলাকায় সিস্টেম কার্যকর হবে। কিছু দেশ সতর্ক করেছে যে প্রাথমিক সময়ে নতুন প্রক্রিয়ার কারণে অপেক্ষার সময় বাড়তে পারে।

Etias: পরবর্তী ধাপ:
EES সম্পূর্ণ কার্যকর হলে ২০২৬ সালের অক্টোবরের পরে Etias-এ আবেদন বাধ্যতামূলক হবে। এটি একটি অনলাইন অনুমোদন, যা US ESTA বা কানাডিয়ান eTA-এর মতো, €২০ মূল্যে ৩ বছরের জন্য বৈধ থাকবে। Etias-এর জন্য আবেদন করতে হবে ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্য এবং অতীত অপরাধ সংক্রান্ত তথ্যসহ। তবে এটি ভিসা নয়; শুধুমাত্র Schengen-এ প্রবেশের অনুমোদন।

প্রস্তুতি এবং সতর্কতা:
পর্যটকদের কোনও অতিরিক্ত প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই, শুধু বিমানবন্দর বা সীমান্তে নির্দেশ অনুসরণ করতে হবে। পাসপোর্ট নবায়ন হলে EES-এ তথ্য আপডেট হবে। ক্রুজ বা UK-বেসড সাফারি/ভ্রমণে প্রায়শই EES প্রয়োজন হবে না। Etias আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য সাইট থেকে আবেদন না করার পরামর্শ দেয়া হয়েছে।

Brexit প্রভাব ও ইতিহাস:
EES ও Etias কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়; ব্রিটিশ প্রশাসন এই প্রক্রিয়ার আওতায় নিজস্বভাবে এসেছিল। মূল উদ্দেশ্য ছিল EU-র বাহ্যিক সীমান্তকে ডিজিটাল করা। প্রকল্পটি আসলে ২০২১ সালে চালু হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে একাধিকবার পিছিয়ে গেছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
০২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

শিশু হত্যার দায়ে বাবা এবং সৎ মায়ের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

২৭ টিকিট কিনলেই লটারি জেতা সম্ভব, জানালেন ব্রিটিশ গণিতবিদেরা

নতুন সমালোচনার জন্ম দিয়ে পদ হারাতে যাচ্ছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী