TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অনাস্থা ভোটের মুখে বরিস জনসন

অনাস্থা ভোটের মুখে পড়ছেন বরিস জনসন। তার বিরুদ্ধে আজই (সোমবার) অনাস্থা প্রস্তাব নিয়ে ভোট হবে। বিবিসির খবর অনুসারে, সংসদে বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবের জন্য দলের অন্তত ৫৪ জন সংসদ সদস্যের সম্মতি প্রয়োজন ছিল যা পূরণ হয়েছে।

 

দলের ১৯২২ কমিটির চেয়ারম্যানের কাছে ১৫ শতাংশ সংসদ সদস্য চিঠি দিয়ে অনাস্তা ভোটের অনুরোধ জানিয়েছেন।

 

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল তাৎক্ষণিক জানানো হবে।

 

লকডাউনের মধ্যে নিজের সরকারি বাসভবনে আসর জমিয়ে বেকায়দায় পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এই কেলেঙ্কারি ‘পার্টিগেট’ নামে পরিচিতি পেয়েছে। এ ঘটনায় নিজ দল কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ এমপিরা বরিসের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

 

৬ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যের কেয়ার ভিসা নিয়ে হোম অফিসের ব্যর্থতা প্রকাশ

নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতল বাংলাদেশের বাঘিনীরা

আদানিকে কী সুবিধা দিয়েছিলেন হাসিনা? ভারতীয় সাংবাদিকের বিশ্লেষণে তোলপাড়