TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অন্তর্দ্বন্দ্বে ভাঙনঃ যুক্তরাজ্যে ‘ইওর পার্টি’ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র এমপি আদনান হুসেইন

বামপন্থী নতুন রাজনৈতিক উদ্যোগ ‘ইওর পার্টি’ প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্ল্যাকবার্নের স্বতন্ত্র এমপি আদনান হুসেইন স্টিয়ারিং গ্রুপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে দলটির ভেতরে “বিষাক্ত পরিবেশ”, বিশেষ করে “মুসলিম পুরুষদের প্রতি অবমাননাকর মনোভাব” তৈরি হয়েছে, যা দলের ঘোষিত লক্ষ্য ও মূল্যবোধের পরিপন্থী।

এক চিঠিতে আদনান হুসেইন জানিয়েছেন, তিনি ভেবেছিলেন যে তিনি একটি জনমুখী ও শক্তিশালী বামপন্থী প্ল্যাটফর্ম গঠনে যুক্ত হচ্ছেন—যা চরম-ডানপন্থী বাগাড়ম্বরের উত্থানের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু বাস্তবে তিনি দেখেছেন দলটি সহযোগিতা বা গণমুখী রাজনীতির পরিবর্তে ক্ষমতা দখল, অবস্থান ও প্রভাবকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে নিমজ্জিত।

হুসেইন দাবি করেন, দলের ভেতরের পরিবেশ বহু সময়েই ছিল বর্জনমূলক ও হতাশাজনক। মুসলিম পুরুষদের সক্ষমতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অবমাননাকর ভাষা এবং পরোক্ষ বৈষম্যমূলক আচরণ তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। তার ভাষায়, এই আচরণ বামপন্থীদের ঘোষিত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রে ডানপন্থীদের ব্যবহৃত ভাষার সঙ্গে মিল পাওয়া যায়।

এই পদত্যাগ আসে এমন সময়ে, যখন দলের তহবিল নিয়ে বড় ধরনের অস্থিরতা চলছে। সহপ্রতিষ্ঠাতা জারা সুলতানার নিয়ন্ত্রণাধীন MoU Operations Ltd কোম্পানিতে জমা থাকা আনুমানিক ৮ লাখ পাউন্ড দানের অর্থ পুরোপুরি দলকে হস্তান্তর না হওয়া নিয়ে অন্য প্রতিষ্ঠাতা এমপিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বৃহস্পতিবার সুলতানা প্রথম কিস্তিতে মাত্র ২ লাখ পাউন্ড স্থানান্তর করলে দলীয় নেতৃত্ব এটিকে “অপর্যাপ্ত” বলে উল্লেখ করে।

জেরেমি করবিন, আদনান হুসেইন, শোকাত আদম, আইয়ুব খান ও ইকবাল মোহাম্মদের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, দলের স্বেচ্ছাসেবীরা অতি সীমিত বাজেটে মাসের শেষে প্রতিষ্ঠাতা সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন, কিন্তু তহবিল না পেয়ে কর্মপরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা বাকি অর্থ দ্রুত ফেরত আনার প্রতিশ্রুতি দেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আসন্ন ২৯ নভেম্বর লিভারপুলে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাতা সম্মেলনে দলের নাম, নিয়মাবলি ও নেতৃত্ব কাঠামো নির্ধারণ করা হবে। কিন্তু তহবিল না পাওয়ায় প্রতিনিধি সংখ্যা কমাতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

অন্যদিকে জারা সুলতানার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দায়িত্বশীলভাবে কাজ করছেন এবং কোম্পানির দায়-দেনা নিষ্পত্তি হলেই বাকি অর্থ কিস্তিতে দলকে হস্তান্তর করা হবে। আগামী ১৯ নভেম্বর দ্বিতীয় কিস্তি এবং ২৬ নভেম্বর তৃতীয় কিস্তি স্থানান্তরের কথা জানানো হয়েছে।

তবে আদনান হুসেইনের পদত্যাগে দলটির ভেতরে বাড়তে থাকা বিভাজন আরও তীব্র হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যা ‘ইওর পার্টি’র প্রতিষ্ঠাকালীন স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

পাঁচ মাসে চ্যানেল পেরিয়ে ব্রিটেনে ২০ হাজার অভিবাসী

নিউজ ডেস্ক

লাইসেন্স ছাড়াই মাছ ধরায় পরিবেশ সংস্থার কাছে নিজেকে রিপোর্ট করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

“গ্রেট ব্রিটিশ এনার্জি চালু করবে লেবার”