18 C
London
July 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধ অভিবাসীদের দমন অভিযান জোরদারঃ পুলিশের ক্ষমতা পাচ্ছেন ইমিগ্রেশন অফিসাররা

যুক্তরাজ্যে অবৈধভাবে কর্মরত অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি ইয়েভেট কুপার। প্রথম অভিযানেই তিনি জানিয়ে দেন, ইমিগ্রেশন অফিসারদের হাতে পুলিশের মতো ক্ষমতা দেওয়া হবে, যাতে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

কেন্টের এক ট্র্যাভেলার্স সাইটে অভিযানে অংশ নিয়ে কুপার বলেন, অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিশেষ করে ডেলিভারি সেক্টরে ব্যাপক অপব্যবহার হচ্ছে। এই পরিস্থিতিকে “লজ্জাজনক ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ইমিগ্রেশন অফিসারদের হাতে এখন থেকে মোবাইল বায়োমেট্রিক কিট দেওয়া হবে, যাতে তারা আঙুলের ছাপ নিয়ে যাচাই করতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তি বৈধভাবে অবস্থান করছেন কিনা।

বর্তমানে ইমিগ্রেশন অফিসারদের গ্রেফতার বা বাসায় প্রবেশের জন্য পুলিশের সহায়তা নিতে হয়। নতুন পদক্ষেপে তাদের স্বাধীনভাবে এসব কাজ করার ক্ষমতা দেওয়ার চিন্তা চলছে।

ডেইলি এক্সপ্রেসের অনুসন্ধানে উঠে এসেছে, লন্ডনের অভিবাসী হোটেলগুলো থেকে রাতের বেলায় অন্তত ১০ জন অভিবাসী বাইকে ডেলিভারি করতে বের হচ্ছেন। তাদের গায়ে Deliveroo, Just Eat ও Uber Eats-এর ব্যাজ এবং মোবাইল মাউন্ট দেখা গেছে।

এমপিদের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে, হোম অফিসের কাছে আসলে কোনো সঠিক পরিসংখ্যান নেই—কতজন অভিবাসী অবৈধভাবে কাজ করছেন বা ওভারস্টে করছেন।

২০২০ সাল থেকে স্কিলড ওয়ার্কার ভিসা স্কিম চালু হওয়ার পর প্রায় ১২ লাখ মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্ত্রী কিংবা সংস্থা তাদের প্রস্থানের তথ্য যাচাই করেনি।

এছাড়া অনেক অভিবাসীকে অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে এবং তাদের অনেকেই শোষণমূলক পরিবেশে কর্মরত—এমনটাই উঠে এসেছে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিবেদনে।

সূত্রঃ এক্সপ্রেস

এম.কে
০৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

বর্ণবৈষম্যের স্বীকার হওয়ায় হোম অফিসের উপর মামলা করেছেন একজন বৃটিশ নাগরিক

আইনি পর্যালোচনার আগেই প্রীতি প্যাটেলের পুশব্যাকনীতি প্রত্যাহার

জীবাশ্ম জ্বালানি প্রকল্পে সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য