20.8 C
London
August 7, 2025
TV3 BANGLA
Uncategorizedযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অবৈধভাবে প্রবেশকারীদের জন্য অ্যাসাইলাম আবেদন নিষিদ্ধ করবে হোম অফিস

ছোট নৌকায় চ্যানেল পার হওয়া অভিবাসীদের জন্য কঠোর নতুন নীতির পরিকল্পনা করছে হোম অফিস। বলা হচ্ছে, এভাবে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন নিষিদ্ধ করা হবে।

 

স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী লোকদের জন্য অ্যাসাইলাম আবেদন নিষিদ্ধ করতে চান। এই নতুন আইনের মাধ্যমে তাদের নির্বাসন সহজতর হবে বলে মনে করা হচ্ছে। বার্মিংহামে টোরি সম্মেলনে স্বরাষ্ট্র সচিব তার পরিকল্পনা উন্মোচন করবেন বলে জানা যায়।

 

২০২২ সালে এখন পর্যন্ত ৩৩ হাজারেরক বেশি লোক ছোট নৌকায় চ্যানেল পার হয়ে এসেছেন বলে রিপোর্ট করা হয়েছে। ২০২১ সালে এই সংখ্যাটা ছিল ২৮,৫২৬। হোম অফিস ধারণা করছে ইংলিশ চ্যানেল পার হওয়াদের সংখ্যা সব মিলিয়ে ৬০ হাজার ছাড়াবে এ বছর।

 

বলা হচ্ছে, ব্র্যাভারম্যানের নীতিগুলো সাবেক হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের চালু করা নীতিগুলোর থেকেও কঠিন হবে। অভিবাসন যুক্তরাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করে, কিন্তু নিয়মের এই অপব্যবহার বন্ধের লক্ষ্যে এমন পদক্ষেপ নেবেন ব্র্যাভারম্যান।

 

আশ্রয়প্রার্থীদের পাঠানোর সরকারের প্রচেষ্টাকে আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, তাই মিসেস ব্র্যাভারম্যান আধুনিক দাসত্ব আইন, মানবাধিকার আইন এবং ইউরোপীয় মানবাধিকার আদালতের দ্বারা অভিবাসন নীতিকে থামাতে একটি পরিকল্পনা তৈরি করবেন। এছাড়া ফ্রান্স থেকে অবৈধ প্রবেশকারীদের বাধা দিতে ফরাসি কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করবে ব্রিটেন।

 

৫ অক্টোবর ২০২২
এনএইচ

আরো পড়ুন

প্রথমবার ইউরো জিতবে ইংল্যান্ড? নাকি ৫৩ বছর পর ট্রফি পুনরুদ্ধার করবে ইতালি?

No Human is Illegal | March 23

যুক্তরাজ্যে অভাবগ্রস্ত পরিবারদের দেয়া হবে সহায়তা ফান্ড