TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের দুই মাস পর ছিনতাই, আদালত বলল—‘বহিষ্কার অনিবার্য’

লন্ডনের দক্ষিণওয়ার্ক ক্রাউন কোর্ট এক মরোক্কান অভিবাসীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন, যিনি নকল জন্মসনদ ব্যবহার করে ব্রিটেনে প্রবেশের দুই মাস পর এক পর্যটকের কাছ থেকে ৩৮ হাজার পাউন্ড মূল্যের রোলেক্স ঘড়ি ছিনিয়ে নিয়েছিলেন।

 

২২ বছর বয়সী আয়লান স্নোসি (Aylan Snouci) চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে এসে নিজেকে ১৬ বছর বয়সী বলে দাবি করেছিলেন। আদালতে জানা গেছে, তিনি ভুয়া জন্মসনদ দেখিয়ে কনিষ্ঠ বলে প্রতারণা করেছিলেন, যাতে হালকা সাজা পাওয়া যায়।

২০ এপ্রিল হংকংয়ের পর্যটক উওসাং হুয়াং (Woosang Hwang) মেফেয়ারের মার্কেট মিউজ এলাকায় হাঁটছিলেন। এ সময় পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে স্নোসি তার হাত থেকে ৩৮ হাজার পাউন্ড মূল্যের রোলেক্স ঘড়ি ছিনিয়ে নেয়। আকস্মিক হামলায় পর্যটক হুয়াং আঘাতপ্রাপ্ত হন, তবে দ্রুত পুলিশ অভিযুক্তকে আটক করে এবং ঘড়িটি উদ্ধার করে।

দণ্ড ঘোষণাকালে বিচারক গ্রেগরি পেরিনস বলেন, “এটা কোনো কাকতালীয় নয়। আপনি ভুক্তভোগীকে লক্ষ্য করেছিলেন যখন দেখলেন তিনি উচ্চমূল্যের ঘড়ি পরেছেন। আপনার কর্মকাণ্ডে ভুক্তভোগী এতটাই আতঙ্কিত হয়েছেন যে তিনি পুনরায় যুক্তরাজ্যে ফিরবেন কি না তা নিয়ে ভাবতে শুরু করেছেন।”

বিচারক আরও বলেন, “আপনি আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। ভুয়া জন্মসনদ জমা দিয়ে নিজেকে নাবালক দাবি করেছেন। আপনি এই দেশে অবৈধভাবে প্রবেশ করেছেন, এবং আপনার দাবি যে আপনি বাধ্য হয়ে অপরাধ করেছেন—তা বিশ্বাসযোগ্য নয়।”

আরবি দোভাষীর সহায়তায় আদালতে হাজির স্নোসি দোষ স্বীকার করলে তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে ৪০ শতাংশ সময় তাকে কারাগারে কাটাতে হবে।

বিচারক পেরিনস শেষে বলেন, “আপনার সাজা এবং অবৈধ অবস্থানের প্রেক্ষিতে এটি স্পষ্ট—আপনাকে ব্রিটেন থেকে বহিষ্কার করা হবে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে আটক রাখা হবে, যতক্ষণ না উপযুক্ত ফ্লাইটের ব্যবস্থা করা যায়।”

সূত্রঃ দ্য টেলিগ্রাফ / বিবিসি

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৯৯৯-এ ২ হাজার বার কল করে জেলে

লন্ডনের মেয়র হতে সাদিক খানের বিরুদ্ধে লড়বেন ২ ভারতীয়

হ্যারির সঙ্গে বিচ্ছেদের পথে এগুচ্ছেন ম্যাগান