6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত আটক

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানসহ চারজনকে আটক করেছে জনতা। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করে তারা।

গতকাল রোবাবর (১৫ সেপ্টেম্বর) রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

জানা গেছে, ধোবাউরা সীমান্ত দিয়ে পালিয়ে ভারত যাওয়ার সময় তিন সাংবাদিকের সঙ্গে প্রাইভেটকার চালককেও আটক করে জনতা। পরে প্রাইভেটকারটি জব্দ করে চারজনকেই থানায় সোপর্দ করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক হওয়া চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

নাগরিকত্ব সনদ ছাড়াই এনআইডি করতে পারবে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিরা

হঠাৎ হারপিক নিয়ে কেন এত তোলপাড়

বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াত হোসেনের