0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

অভিবাসন ইস্যুতে মেলোনি-স্টারমার বৈঠক

ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে অভিবাসী মৃত্যুর ঘটনার একদিন পর অনিয়মিত অভিবাসন ইস্যুতে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার৷

সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে ইটালির রাজধানী রোমে বৈঠকটি অনুষ্ঠিত হয়৷ জর্জা মেলোনি এবং কিয়ার স্টারমার, দুই দেশের দুই শীর্ষ নেতাই অনিয়মিত অভিবাসন নিয়ে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ লড়াই নিয়ে আলাপ করেছেন৷ সম্প্রতি অভিবাসন নিয়ে ভয়াবহ দাঙ্গার মুখোমুখি হয় ব্রিটেন৷

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অবশ্য পূর্ববর্তী ব্রিটিশ রক্ষণশীল সরকারের রুয়ান্ডা পরিকল্পনা বাতিল করে দিয়েছেন৷ বিপরীতে স্টারমার বলেছেন, তিনি অনিয়মিত অভিবাসন মোকাবিলায় জর্জা মেলোনির নেওয়া পদক্ষেপে ‘আগ্রহী’৷

ইটালি ২০২৩ সালের নভেম্বরে আলবেনিয়া সাথে একটি বিতর্কিত চুক্তিতে সই করেছে৷ যেটিও আওতায় আলবেনিয়ায় দুটি কেন্দ্রের কাজ চলছে৷ যেখানে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের একাংশকে রাখা হবে৷

আলবেনিয়ায় রেখে সংশ্লিষ্টদের আশ্রয় আবেদন যাচাই করা হবে৷ যাদের আবেদন প্রত্যাখাত হবে তাদের নিজ দেশ ফেরত পাঠানো হবে৷ এছাড়া সুরক্ষা পাওয়া লোকেদের আলবেনিয়া থেকে ইটালিতে স্থানান্তর করা হবে৷

আলবেনিয়ার অভিবাসী কেন্দ্রগুলোর চলতি বছরের আগস্টের শুরুতে খোলার কথা থাকলেও এটি চালু করতে বিলম্ব হচ্ছে৷

সোমবার সকালে রোমে অভিবাসন সংক্রান্ত জাতীয় সমন্বয় কেন্দ্র (এনসিসি) পরিদর্শন শেষে স্টারমার গণমাধ্যমকে বলেন, ‘‘এখানে (ইটালিতে) অনিয়মিত অভিবাসন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে৷ তাই আমি এটি কীভাবে ঘটেছে সেটি বুঝতে চাই৷’’

তিনি আরো যোগ করেন, ‘‘অভিবাসীদের মূল দেশগুলোর সাথেও বেশ কিছু কাজ হয়েছে। আমি দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছি যে এই সমস্যা সমাধানের অন্যতম উপায় হল মানুষের প্রস্থান বন্ধ করা৷’’

তবে ইটালিতে স্টারমারের এই সফর নিয়ে সমালোচনাও শুরু হয়েছে৷ ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে লেবার পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য কিম জনসন বলেন, কিয়ার স্টারমার ইটালির ‘নব্য-ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে শিক্ষা নিতে চান’, এটি দুঃখজনক৷

অপরদিকে, ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অভিবাসন নিয়ে ‘ইটালীয় মডেলের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগ্রহে সন্তুষ্টি’ জানিয়েছেন৷

অনিয়মিত অভিবাসন কমাতে আলবেনিয়ার সাথে হওয়া চুক্তি ছাড়াও ইটালি টিউনিশিয়ার সাথে আরেকটি চুক্তি সই করেছে৷ যেখানে অভিবাসীদের প্রস্থান কমাতে টিউনিশিয়াকে বর্ধিত প্রচেষ্টার বিনিময়ে আর্থিক সহায়তা প্রদানের কথা উল্লেখ করা হয়৷ এছাড়া লিবিয়ার সাথেও চুক্তি আছে ইটালির৷

ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সমুদ্রপথে অভিবাসীদের আগমন চলতি বছরের শুরু থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে৷ ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ৪৪ হাজার ৬৭৫ জন অভিবাসী ইটালিতে এসেছেন৷ যা ২০২৩ সালের একই সময়ে ছিল এক লাখ ২৫ হাজার ৮০৬ জন৷

তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং ভূমধ্যসাগরে সক্রিয় এনজিওগুলোর মতে, ইটালিতে অভিবাসীদের সংখ্যা কমার পেছনে একাধিক কারণ রয়েছে৷ অনেক অভিবাসী ইইউতে প্রবেশের জন্য তাদের রুট পরিবর্তন করেছেন৷

ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স অনুসারে, বছরের প্রথম আট মাসে ইইউ সীমান্ত অতিক্রমকারী অনিয়মিত অভিবাসীদের ‘শনাক্তকরণ’ ৩৯ শতাংশ কমেছে৷

স্টারমার-মেলোনি বৈঠকের কয়েক ঘন্টা আগে ব্রিটেন নিজ দেশের সীমানা সুরক্ষিত করার লক্ষ্যে একটি বিশেষ এলিট বাহিনী প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে৷ যেটি সবশেষ ব্রিটেনের সাধারণ নির্বাচনে কিয়ার স্টারমারের প্রচারাভিযানে দেয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল৷

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্য সবচেয়ে বড় দাঙ্গার মুখোমুখি হয়৷ যেটি ২০১১ সালের পর সবচেয়ে বড় দাঙ্গার ঘটনা৷ অভিবাসন ও মুসলিম ইস্যুকে কেন্দ্র করে দাঙ্গার সৃষ্টি হয়েছিল৷

২০২৪ সালের শুরু থেকে ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছে অন্তত ৪৬ জন অভিবাসী৷ ব্রিটেনের নতুন সরকারের জন্য এটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷

নতুন বাহিনীটির নাম দেয়া হয়েছে ‘এলিট বর্ডার সিকিউরিটি কমান্ড’৷ সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এটিকে অনুমোদন দেয়া আছে। এছাড়া সীমান্ত নিয়ন্ত্রণ বৃদ্ধি, মানবপাচার নেটওয়ার্ক এবং সংগঠিত অপরাধ ট্র্যাক করার সক্ষম হবে নতুন এই বাহিনী৷

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, “এই নতুন কাঠামো অভিবাসনের সাথে যুক্ত সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য ইউরোপীয় দেশগুলোর সাথে যৌথ তদন্ত চালাবে৷ আমাদের সকল পুলিশ বিভাগ এবং গোয়েন্দা পরিষেবাগুলো নতুন বাহিনীর সাথে সমন্বয় করবে৷’’

এই কমান্ডের নেতৃত্ব দেবেন ব্রিটেনের সিনিয়র পুলিশ অফিসার মার্টিন হিউইট৷ ডাউনিং স্ট্রিট উল্লেখ করেছে, ‘‘এই কর্মকর্তার গুরুতর অপরাধের বিরুদ্ধে লড়াই এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে৷ সন্ত্রাস, সংগঠিত অপরাধ এবং অনিয়মিত অভিবাসনসহ নিরাপত্তা হুমকি নিয়ে জাতীয় প্রতিক্রিয়া গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷’’

২০২৪ সালে চ্যানেলে অভিবাসী মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে৷ ব্রিটিশ হোম অফিস বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২১ হাজার ৪০০ অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন৷ ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যাটি ছিল ২১ হাজার৷

ফ্রান্সের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা ইংলিশ চ্যানেলে চলমান গুরুতর অভিবাসন সংকট নিয়ে যুক্তরাজ্যের সাথে নতুন চুক্তির আহবান জানিয়েছেন৷

সূত্রঃ রয়টার্স / এএফপি

এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০

‘মিক্সড মার্শাল আর্ট’ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, নিষিদ্ধ করল আফগানিস্তান

‘সামরিক অভ্যুত্থান আরও সংকটে ফেলতে পারে রাখাইনের রোহিঙ্গাদের’

অনলাইন ডেস্ক