4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসন ঠেকাতে টিকটক ইনফ্লুয়েন্সারদের অর্থ দেবে ব্রিটিশ সরকার

অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ নিরুৎসাহিত করতে টিকটক ইনফ্লুয়েন্সারদের অর্থ দেবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর৷

এ বিষয়ে একটি নথি ‘দ্য টাইমস’ পত্রিকার হাতে এসেছে৷ সেই নথির বরাতে পত্রিকাটি বলছে, অনিয়মিত অভিবাসন ঠেকাতে গেল তিন বছর ধরে আলবেনিয়া, ফ্রান্স ও বেলজিয়ামে প্রচারণা চালিয়েছে ব্রিটিশ সরকার৷

এই প্রচারণা এখন আরো বাড়াতে চান স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি৷ আলবেনিয়া, ইরাক, মিশর ও ভিয়েতনাম ছাড়াও তুরস্ক ও ভারতে তারা গণপ্রচারে নামতে চান৷

প্রচারে স্বরাষ্ট্র দপ্তর জনপ্রিয় তরুণদের যুক্ত করতে চায়৷ যেমন, আলবেনিয়ায় একজন র‍্যাপ সংগীত শিল্পী, দুইজন কমেডিয়ান ও লাইফস্টাইল ব্লগার, টিভি ব্যক্তিত্ব ও পর্যটন নিয়ে লেখেন এমন একজনের শর্টলিস্ট করা হয়েছে৷ নথি অনুযায়ী, এদের প্রত্যেককে পাঁচ হাজার পাউন্ড দেয়া হবে৷

এছাড়া মিশর ও ভিয়েতনামে ইনফ্লুয়েন্সারদের জন্য ১৫ হাজার পাউন্ড বাজেট ধরা হয়েছে৷

তুরস্ক, ইরাক ও ভারতের জন্য এখনও বাজেট চূড়ান্ত না হলেও মোট পৌঁনে ছয় লাখ পাউন্ড বা প্রায় আট কোটি টাকা বাজেট ধরা হয়েছে৷

স্বরাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা স্কাই নিউজকে বলেছেন, মানবপাচারকারীরা সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন৷ সেই সামাজিক মাধ্যমই তারা ব্যবহার করে এর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালাতে চান৷

সূত্রঃ দ্য টাইমস, স্কাই নিউজ

এম.কে
১৫ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

পার্টিগেট কেলেঙ্কারির কারণে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এমপির পদত্যাগ

অভিবাসনপ্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ির চেষ্টা ৩০ শতাংশ কমেছে

বিবিসি ও লিনেকার দ্বন্দ্বে চাপে সরকার