12.8 C
London
April 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসনের নেতিবাচক প্রভাবে বিশ্বাসী যুক্তরাজ্যের ৪৩ শতাংশ জনগণ

যুক্তরাজ্যে সামাজিক আবাসন ঘাটতির কারণে অস্থায়ী বাসস্থানের সংখ্যা মার্চ ২০২৩ সাল পর্যন্ত ১০ বছরে ৮৯ শতাংশ বেড়েছে। স্থানীয় সরকার সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। অন্যদিকে, স্কাই নিউজের পরিচালিত সাম্প্রতিক ইউগভ জরিপ বলছে, ৪৩ শতাংশ ব্রিটিশ বিশ্বাস করে, অভিবাসন ব্রিটিশ সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই আলোচনা, সমালোচনা ও বির্তকের মুখোমুখি হচ্ছেন প্রার্থীরা। তারইমধ্যে এমন তথ্য তুলে ধরল কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ওই প্রতিবেদনে বলা হয়, সম্পত্তির দাম বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে নতুন ভবনের অভাব বছরের পর বছর ধরে চলমান থাকার কারণে আবাসন সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সরকার সংস্থাগুলোর মতে, সামাজিক আবাসন ঘাটতির কারণে অস্থায়ী বাসস্থানের সংখ্যা মার্চ ২০২৩ সাল নাগাদ গত ১০ বছরে ৮৯ শতাংশ বেড়েছে।

এ ছাড়া, ২০২৪ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় অভিবাসন। স্কাই নিউজের পরিচালিত সাম্প্রতিক ইউগভ জরিপে দেখা গেছে যে ৪৩ শতাংশ ব্রিটিশ বিশ্বাস করেন, অভিবাসন ব্রিটিশ সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে, ৩৫ শতাংশের বেশি ব্রিটিশ নাগরিক অভিবাসনের প্রভাব ইতিবাচক বলে মনে করেন।

কনজারভেটিভ দল বারবার অনিয়মিত উপায়ে আগত অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনো কার‌্যকারী পদক্ষেপ নিতে পারেনি। গত বুধবার সরকারি এক পরিসংখ্যানে দেখা যায়, ৮৮২ জন লোক একদিনে যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রবেশ করছে, যা ২০২২ সালের পর সংখ্যায় সর্বোচ্চ।

সূত্রঃ এএফপি

এম.কে
৩০ জুন ২০২৪

আরো পড়ুন

রেস্তোরাঁয় খেতে গিয়েও অপমানিত প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের রুয়ান্ডা নীতি কি অবশেষে টিকবে?

যুক্তরাজ্যের পাঁচভাগের এক ভাগ প্রাপ্তবয়স্ক এখনও বেকার