1.7 C
London
January 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অভিবাসীদের উপর নির্ভরশীলতা কমাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কৌশল

প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার মনে করছেন ব্যবসা খাত যথাযথ প্রশিক্ষণ না দেয়ায় দেশটিতে দক্ষ কর্মীর ঘাটতি দেখা দিয়েছে৷ আগামীতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে ব্যর্থ হলে তিনি তা সহ্য করবেন না৷ অভিবাসন কমিয়ে আনার কৌশল হিসেবে এক্ষেত্রে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সরকার৷

যুক্তরাজ্যে বিভিন্ন খাতে দক্ষ কর্মী গড়ে না উঠা এবং সেজন্য অভিবাসীদের উপর নির্ভরতার কারণে উদ্যোক্তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী স্টারমার৷ এ পরিস্থিতি বছরের পর বছর ধরে চলতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

একটি দেশে একটি বছরে যত মানুষ আসেন আর যতজন বেরিয়ে যান তার পার্থক্যকে নিট অভিবাসন বলা হয়৷ যুক্তরাজ্যে ২০২২ সালে নিট অভিবাসীর সংখ্যা ছিল সাত লাখ ৬৪ হাজার, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ৷ গত বছর এই সংখ্যাটি ছয় লাখ ৮৫ হাজারে নেমে এসেছে৷ এর বেশিরভাগ মূলত ইউরোপের বাইরের নাগরিক৷

২০১৬ সাল থেকে যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন প্রধান ইস্যুতে পরিণত হয়েছে৷ সে বছর ব্রিটেনে নাগরিকেরা গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়৷

২০২০ সালে ব্রেক্সিট কার্যকর হওয়ার পর ইইউ নাগরিকদের যুক্তরাজ্য বসবাস ও কাজের যে স্বাভাবিক সুবিধা ছিল তা উঠে যায়৷ এতে বিভিন্ন খাতে কর্মী সংকট দেখা দেয়৷

নির্মাণ ও সেবা খাতে বর্তমানে যুক্তরাজ্যে কর্মী সংকট থাকা খাতগুলোর মধ্যে অন্যতম৷ প্রধানমন্ত্রী স্টারমার বুধবার বিবিসি রেডিওতে প্রকাশিত সাক্ষাৎকারে বলেছেন কোম্পানিগুলো এই কর্মী চাহিদা পূরণের উদ্যোগ নিলে তিনি ‘ব্যবসাবিরোধী’ অবস্থান নেবেন না৷ বলেন, ‘‘কিন্ত আমি এটা বছরের পর বছর ধরে সহ্য করবো না৷’’

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা বা কর্মী ভিসায় আসা দুই ধরনের অভিবাসীর সংখ্যা কমানোর জন্য তার সরকারের উপর রাজনৈতিক চাপ রয়েছে৷ এক্ষেত্রে স্টারমারের বক্তব্যের পর নতুন কিছু ব্যবস্থা নেয়ার ঘোষণা এসেছে৷ ‘উচ্চ নিট অভিবাসন’ কমাতে দক্ষ কর্মীর ঘাটতির বার্ষিক পর্যালোচনা এবং ভিসা স্পন্সরশিপের নিয়ম কঠোর করার কথা বলা হয়েছে৷ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যেসব খাত অভিবাসী কর্মীদের উপর বেশি নির্ভরশীল তাদের দিকে লক্ষ্য রাখা হবে যাতে তারা দক্ষতা বাড়ানোর জন্য যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের ব্যর্থতার বিষয়টিতে নজর দেয়৷’’

স্টারমার জানান দক্ষ খাতগুলোর জন্য কর্মী ভিসার সংখ্যা দেখে তিনি বিস্মিত হয়েছেন৷ কারণ বিপরীত দিক যুক্তরাজ্যে শিক্ষানবিশ নিয়োগ দেয়ার সংখ্যা কমে গেছে৷ মঙ্গলবার রেকর্ড করা সাক্ষাৎকারটিতে তিনি বলেন, ‘‘এর থেকে আমি ইঙ্গিত পেয়েছি যে মৌলিকভাবে কিছু একটা ভুল হচ্ছে৷’’

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান তিনি এমন কৌশল চান যার কারণে অভিবাসীদের উপর নির্ভরশীলতা কমবে৷ যাতে দেশের ভেতর থেকে প্রয়োজনীয় দক্ষ জনবল নিশ্চিত করা যায়৷

তবে অভিবাসীরা দেশের অর্থনীতি ও জনসেবা খাতে যে অবদান রেখেছেন তা খর্ব করছেন না বলেও একই সঙ্গে উল্লেখ করেছেন তিনি৷ তার অভিযোগ পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না করে ব্যবসায়ী নেতারা অনেক অল্প বয়সিদের সম্ভাবনাকে নষ্ট করেছেন৷

সূত্রঃ বিবিসি রেডিও / এএফপি

এম.কে
২৭ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে

পাকিস্তানের সাথে যুগান্তকারী বন্দিবিনিময় চুক্তি সাক্ষর করলেন প্রীতি প্যাটেল

গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে টরি এমপি গ্রেফতার

অনলাইন ডেস্ক