11.9 C
London
October 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

অভিবাসীদের জন্য রুয়ান্ডা নিরাপদ, আদালতে যুক্তরাজ্য সরকার

অনিয়মিত অভিবাসীদের রুয়ান্ডা পাঠাতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে যুক্তরাজ্য সরকার৷ ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ঠেকাতে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দেশটির সরকার৷ তবে অভিবাসীদের পাঠানোর জন্য রুয়ান্ডাকে অনিরাপদ বলে আসছে জাতিসংঘের শরনার্থী সংস্থা৷

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ড আসা অভিবাসীদেরকে রুয়ান্ডায় পাঠানো বিষয়ে সোমবার উচ্চ আদালতে তিনদিনের শুনানি শুরু হয়েছে৷ প্রথম দিন পাঁচ বিচারকের সামনে রুয়ান্ডা পাঠানোর সপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি আইনজীবী জেমস ইয়াডি৷ তিনি বলেন, রুয়ান্ডা যুক্তরাজ্যের মতো আকর্ষণীয় নয় ঠিকই, কিন্তু মোটেও অনিরাপদ নয়৷

দুই দেশের মধ্যে করা চুক্তি যাতে ঠিকঠাক কাজ করে সেই বিষয়ে লন্ডন ও কিগালি প্রতিশ্রুতিবদ্ধ বলে আদালতকে জানান তিনি৷ এর আগে জুনে ইউরোপীয় আদালত অভিবাসীদের পাঠানোর জন্য চার হাজার মাইল দূরের রুয়ান্ডাকে অনিরাপদ ও অবৈধ বলে রায় দিয়েছিল৷ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানো হলে তাদের আবারও নিজ দেশে প্রত্যাবর্তন এবং নির্যাতনের করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে রায় দেয় ব্রিটেনের উচ্চ আদালতও৷ অনিয়মিত অভিবাসীদের আগমন বন্ধে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতিশ্রুতি বাস্তবায়নে তা বড় বাধা হয়ে দেখা দেয়৷ রায়ের পরিবর্তন চেয়ে তাই আপিল করে সরকার৷

শুনানিতে সরকারের আইনজীবী বলেন বিপজ্জনক এবং জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন৷ অন্যদিকে আশ্রয়প্রার্থীদের পক্ষের আইনজীবী রাজা হোসেন আদালতকে বলেন, রুয়ান্ডায় পাঠানো অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর শঙ্কা আছে যা আন্তর্জাতিক আইনের বরখেলাপ৷ ‘কর্তৃত্ববাদী, একদলীয়’ শাসনের অধীনে থাকা রুয়ান্ডার সরকার ‘গ্রেপ্তার, নির্যাতন ও হত্যার’ মাধ্যমে বিরোধী মত দমন করে বলেও আদালতকে জানান তিনি৷

শুনানিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর আইনজীবীও অংশ নেন৷ আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে সংস্থাটির সতর্কতার কথা আদালতের কাছে তুলে ধরেন তিনি৷

পরিকল্পনা অনুযায়ী, ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা অভিবাসীদের মধ্যে যাদের যুক্তরাজ্যে আশ্রয় আবেদন অগ্রহণযোগ্য হবে তাদেরকে রুয়ান্ডায় পাঠাবে সরকার৷ তাদের আশ্রয়ের পরবর্তী প্রক্রিয়া আফ্রিকার দেশটিতেই চলবে এবং সেখানেই থাকতে হবে৷ জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসলেও রুয়ান্ডার সরকার বলছে তারা যুক্তরাজ্য থেকে পাঠানো অভিবাসীদের ‘নতুন ও নিরাপদ জীবন’ দেবে৷

এম.কে
১২ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

দুই গ্রুপের সংঘর্ষের পর ইডেন কলেজ বন্ধ, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য এআই এবং লাইফ সাইন্স কর্মীদের আকৃষ্ট করতে ভিসানীতি পর্যালোচনা করবে

যুক্তরাজ্যে টাটার সবচেয়ে বড় স্টিল কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা