5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’

অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার রাতে এ তথ্য জানায় ৯৬তম অস্কার কমিটি বাংলাদেশ।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে। গত ৩ সেপ্টেম্বর শনিবার সিনেমাটি দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’কে চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।

‘পায়ের তলায় মাটি নাই’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চিসহ অনেকে।

উল্লেখ্য, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে আগামী বছর ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত তুরষ্ক নির্বাচনের ফলাফলে

৩ লাখ ১২ হাজার পাউন্ড স্ট্যাম্প ডিউটি বাঁচিয়েছেন টনি ব্লেয়ার

সব বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে উঠেছেন ইলন মাস্ক