TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

অস্ট্রেলিয়ার স্টেডিয়াম বন্ধঃ এক পাখির ডিমের সুরক্ষায় এক মাসের নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ ঘোষণা করেছে। কারণ, মাঠের মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিম না ফোটার আগে পর্যন্ত কোনো খেলা বা ইভেন্ট হবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা মাঠের মাঝখানে বাসা বেঁধে ডিম রাখা পাখিটি দেখতে পান। ফলে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় পাশের অন্য মাঠে।

প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্মের পর অত্যন্ত রক্ষণশীল এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং বাসার কাছের অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখে।

স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, যদি পাখির বাসাটি বিরক্ত হয়, ডিম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রতি সম্মান দেখিয়ে আগামী এক মাস দর্শক প্রবেশ ও খেলা স্থগিত রাখা হবে। কাউন্সিল জানিয়েছে, ডিম সরাতে বিশেষজ্ঞ এবং অনুমতি প্রয়োজন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। তাদের বক্তব্য, “খেলার আনন্দ প্রতি বছরই পাওয়া যায়, কিন্তু জীবনের জন্ম রক্ষা করাই আসল দায়িত্ব।”

প্রকৃতির প্রতি এই সম্মানজনক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই লিখেছেন, “এক মাস খেলা বন্ধ থাকুক, তবে একটি নতুন প্রাণ নিরাপদে পৃথিবীতে আসুক।”

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেনঃ ক্লিনটন

মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’

নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান মার্কিন কংগ্রেস ওম্যানের