5.6 C
London
December 27, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

আইজিপির কাছে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করলেন পুলিশ সদস্যরা

বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা আইজিপি ময়নুল ইসলামের সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সে তার অফিস কক্ষে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করে পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। আইজিপি তাদের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনাক্রমে তাদের উত্থাপিত প্রস্তাবসমূহ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করার লক্ষ্যে আইজিপির নির্দেশে নিম্নোক্ত পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—

১ /মো. নাজমুল ইসলাম, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার এন্ড পেনশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

২ /মো. সাইফুল ইসলাম সানতু, পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা

৩ /মো. জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, নৌ-পুলিশ

৪ /সৌম্য শেখর পাল, এসি (ফোর্স), ডিএমপি, ঢাকা

৫ /মো. জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর, সিআইডি

৬ /মো. আসাদুজ্জামান জুয়েল, সার্জেন্ট, ডিএমপি

৭ /মো. জহিরুল হক, এসআই, সিআইডি

৮ /মো. বরকত উল্লাহ, কনস্টেবল, ডিএমপি

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়, কমিটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়ন কল্পে সুপারিশ প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ আটক

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে এবার গুমের মামলা

ডঃ ইউনূস-হাসিনার বিরোধ কবে থেকে

নিউজ ডেস্ক