5.2 C
London
January 20, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের, দায় স্বীকার ,করে ,প্রধান আসামির জবানবন্দি

চট্টগ্রাম আদালত এলাকায় খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি চন্দন।

৯ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তার জবানবন্দি গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, হত্যা মামলার প্রধান আসামিকে গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৬ ডিসেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

এদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিন তাকে পুনরায় কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা।

এসময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফে হত্যা করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একই দিনের ঘটনায় আরও ৫টি মামলা কোতোয়ালি থানায় রুজু হয়।

এম.কে
১০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক

টিউলিপের কারণে যুক্তরাজ্যে বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশিরা

রাষ্ট্র সংস্কারে আওয়ামী লীগকেও চান সজীব ওয়াজেদ জয়