4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আওয়ামীলীগের তাপস পালিয়ে যাওয়ার পর পূজা হচ্ছে কলাবাগান মাঠে

তিন বছর পর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে ২০২১ সালে হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছিল এই মাঠে পূজার আয়োজন।

পূজা উদযাপন কমিটি জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস মাঠ নষ্ট হওয়ার অজুহাতে পূজা বন্ধ রেখেছিল। যদিও ২০০৭ সাল থেকে এই মাঠে পূজার আয়োজন হয়ে আসছে।

কলাবাগান পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক পার্থ প্রতিম দাস জানান, ‘ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউমার্কেট ও আশপাশের এলাকার প্রায় ৬০ হাজার হিন্দু অধিবাসীর জন্য কোনো মন্দির না থাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ২০০৭ সাল থেকে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে। তবে ২০২১ সালে মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও সিটি করপোরেশন অনুমতি দেয়নি। ৩ বছর পর এবার আমরা কলাবাগান মাঠে দুর্গাপূজার অনুমতি পেয়েছি।’

সাবেক সাধারণ সম্পাদক দিলিপ চৌধুরী বলেন, ‘নতুন ঢাকার পূজা বলতে এই কলাবাগান মাঠের পূজা দিয়েই শুরু হয়েছিল। ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মাঠে পূজা উদযাপন করেছি। দীর্ঘ ১৪ বছর পর ২০২১ সাল থেকে পূজা করার অনুমতি দেয়নি। ৩ বছর পর এবার কলাবাগান মাঠে পূজা করার অনুমতি পেয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি বর্তমান সরকার এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও পাচ্ছি। এই মাঠে পূজা করতে পেরে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষও অনেক আনন্দিত।’

এম.কে
০৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস

জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ

হাসপাতালে পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগে গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক