TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আকিল মাহদী হত্যাকাণ্ডে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

টাওয়ার হ্যামলেটের ব্রিটিশ বাংলাদেশি তরুণ মোহাম্মদ আকিল মাহদী হত্যাকণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এমন তিন জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মেট পুলিশের ওয়েবসাইটে এই খবর জানানো হয়। জানা যায়, বুধবার (১০ নভেম্বর) তাদেরকে আদলতে নেওয়ার কথা রয়েছে।

 

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন, নেভিগেশন রোডের মাজেদ আহমেদ (১৮), বিশপওয়ের মুজাহিদ আলী (২১) এবং ভিক্টোরিয়া ডক রোডের আবুল কাশেম (২৮)।

 

গত ৬ নভেম্বর নেভিগেশন রোডে ২২ বছর বয়সী তরুণ আকিল ছুরিকাঘাতে নিহত হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ওইদিন সকাল ৮টা ৩০ মিনিটে নেভিগেশন রোডে খুঁজে পান প্যারামেডিক্সরা। তারা তাকে ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পান এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

 

১০ নভেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে দ্রুততম গতিতে বাড়ছে দ্রব্যমূল্য, বাড়তে পারে সুদের হারও

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নীতিতে বড় মোড়ঃ অভিবাসীরা নাগরিক না হওয়া পর্যন্ত বেনিফিট পাবে না

যাত্রী ছাড়াই পাঁচ মাস চলবে ম্যাঞ্চেস্টার–লন্ডন ট্রেন