আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে যুক্তরাজ্যে আবার পুরোপুরি লকডাইনের ঘোষণা আসতে পারে। করোনা ভাইরাস প্রতিরোধে ব্রিটিশ সরকারের একজন সাবেক উচ্চপস্থ বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা স্যার ডেভিড কিং এমন সতর্কবার্তা জানিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেক নিতে আহ্বান করেছেন।
৮ আগস্ট মিররে প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা যায়।
স্যার ডেভিড কিং বলেন, খুব দ্রুত সঠিক ট্রেস অ্যান্ড ট্র্যাক দরকার আমাদের। নইলে পিছিয়ে নিতে হবে স্কুল খোলা। আর স্কুল খোলার মতো পরিস্থিতি আসতে আরও অনেক দেরি।
তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আগস্টের মধ্যেই সব কিছু ঠিক করুন। নইলে ২য় দফা করোনা সংক্রমণের মুখোমুখি হতে হবে।
এছাড়াও, করোনা মোকাবেলায় সরকারের বর্তমান ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ নীতিকে ‘সর্বনাশা’ উল্লেখ করে আক্ষেপ করেন তিনি।
উল্লেখ্য, সরকারি মদতপ্রাপ্ত সায়েন্টিফিক টিম ‘ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ;-এর প্রধান ৮০ বছর বয়সী স্যার ডেভিড।
১০ আগস্ট, ২০২০
এনএইচটি