3.4 C
London
February 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আগামী সপ্তাহে লন্ডনে প্রবল তুষারপাতের সম্ভাবনা

লন্ডনে আগামী সপ্তাহে প্রবল তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরআগে, ডিসেম্বরের শুরুতে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছিলো যুক্তরাজ্যের রাজধানী।

পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শুরু থেকেই লন্ডনকে প্রবল বৃষ্টিপাত, মেঘলা আবহাওয়া এবং তুষারপাত মোকাবেলা করতে হতে পারে। ১৮ জানুয়ারি থেকে লন্ডনসহ যুক্তরাজ্যের অনেক অঞ্চল তুষারে ঢেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি তুষারপাত হতে পারে উত্তর-পূর্ব লন্ডনে।

উত্তর মেরুর বাতাসের কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুরু তুষারে ঢেকে গিয়েছিলো লন্ডন। সে সময় তাপমাত্রা দ্রুত নেমে যায়। আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এ সময় শীতকালীন বৃষ্টিও হতে পারে।

 

সূত্র: রমফোর্ড রেকর্ডার

আরো পড়ুন

যুক্তরাজ্য হতে অবৈধ অভিবাসী বিতাড়িত করতে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীর টিভি চ্যানেলের চাকুরীতে যোগদান

বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য ঘিরে সমালোচনার পর ‘গভীর উদ্বেগে’ লেবার নেতা স্টার্মার