TV3 BANGLA
বাংলাদেশ

আগের সিদ্ধান্ত বদল, বিসিএস দেওয়া যাবে চারবার

একজন পরীক্ষার্থী তিনবারের বেশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) দিতে পারবে না বলে যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার সেটি পরিবর্তন করেছে। উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন চাকরিপ্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় দিতে পারবেন।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের ‘সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ এর আলোকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ বিধি সংশোধন করে একজন প্রার্থীর সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ তৈরি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে সেই সিদ্ধান্ত থেকে সরে এল অন্তর্বর্তীকালীন সরকার।

এম.কে
৩১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছেঃ ভয়েস অব আমেরিকা

ড. ইউনূসের সঙ্গে মঞ্চে ‘অনুপ্রবেশ’ নিয়ে মুখ খুললেন জাহিন

আইনজীবীকে বিচারপতির হুমকি, বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি