13.3 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড

ফিলিস্তিনকে আজ বুধবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে। ইসরায়েলের প্রবল বিরোধিতার মুখেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ডাবলিন। এদিকে স্পেনও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিন-ক্ষণ ঘোষণা করবে।

আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই এবং সংবাদমাধ্যম আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস, উপপ্রধানমন্ত্রী মিশেল মার্টিন এবং মন্ত্রী এমন রায়ান আজ বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন। এর আগে, আইরিশ সরকার জানিয়েছিল, তারা মে মাসের শেষ নাগাদ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্পেনও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

এর আগে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছিলেন, স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ আগামী ২১ মে’র মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। মে মাসের প্রথম দিকে বোরেল জানিয়েছিলেন, এ দুই দেশ ছাড়াও স্লোভেনিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে।
গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাঁদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তাঁরা সে সময় বলেন, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

সর্বশেষ গত ২৩ এপ্রিল মধ্য আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জ্যামাইকা সরকার জানায়, গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে জ্যামাইকাসহ মোট ১৪০টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২২ মে ২০২৪

আরো পড়ুন

শীঘ্রই আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

প্রস্রাব এবং পোকামাকড় খেয়ে প্রাণ বাঁচালেন যুবক

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের কার্যালয়ে উচ্চস্বরে আজান