6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

আদানিকে গ্রেপ্তারের দাবি রাহুলের, বললেন ‘তাকে রক্ষা করছেন মোদি’

ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক সংবাদ সম্মেলনে রাহুল জোর দিয়ে বলেন, মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। অথচ নরেন্দ্র মোদি আদানিকে রক্ষা করছেন।

নিউ ইয়র্কে মার্কিন আদালত গৌতম আদানি, আদানি গ্রিন এনার্জির সাগর আদানি এবং ভিনীত জাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পরই রাহুলের এই মন্তব্য এলো। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে ২০ বছরের মধ্যে ২৫০ মিলিয়ন ডলারের বেশি ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

কংগ্রেস নেতা বলেন, আদানিকে তার কর্মের জন্য গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। অভিযোগগুলোকে ভারতীয় প্রশাসন ও দুর্নীতির গুরুতর উদ্বেগকে তুলে ধরে।

নরেন্দ্র মোদি আদানিকে তদন্তের হাত থেকে রক্ষা করছেন উল্লেখ করে রাহুল বলেন, নরেন্দ্র মোদি ও আদানি একসঙ্গে থাকলে তারা সুরক্ষিত। ভারতে আদানিকে কিছুই করা যাবে না।

রাহুল আরও বলেন, এ দেশে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয় আর আদানি ২০০০ কোটি টাকার কেলেঙ্কারি করে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। কারণ নরেন্দ্র মোদি তাদের রক্ষা করছেন।

তিনি বলেন, মার্কিন তদন্তে বলা হয়েছে, আদানি ভারত ও আমেরিকায় অপরাধ করেছে। কিন্তু ভারতে আদানির বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এম.কে
২২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ইংল্যান্ড ও ওয়েলসের স্থানীয় রাস্তাঘাটের জীর্ণদশা, আছে বাজেটের ঘাটতি

লেবানন ছাড়তে ব্রিটিশ নাগরিকদের জন্য গেলো চার্টার ফ্লাইট

ডোনাল্ড লু’র সফরঃ বেইজিংকে ঠেকাতে ঢাকা–দিল্লিকে পাশে পাওয়াই লক্ষ্য