7.4 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আন্তর্জাতিক আইন মানার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাজ্যেরঃ ইসিএইচআর

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো ঠেকাতে ইউরোপীয়ান কোর্ট অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে যুক্তরাজ্যের আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন আদালতটির প্রধান বিচারক৷

গত সপ্তাহে বার্ষিক সংবাদ সম্মেলনে ফ্রান্সের স্ট্রাসবুর্গের আদালতটির প্রধান বিচারক সিওফ্রা ও‘লিয়েরি এমন মন্তব্য করেছেন৷

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ঠেকাতে যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছিল যুক্তরাজ্য৷ আর এমন পরিকল্পনা ঠেকাতে ২০২২ সালের জুনে রুল জারি করেছিল ইউরোপের মানবাধিকার আদালত৷

এ বছর যুক্তরাজ্যে নির্বাচন তার আগেই আশ্রয়প্রার্থীদের নিয়ে রুয়ান্ডায় ফ্লাইট পাঠাতে চায় যুক্তরাজ্যের রক্ষণশীল প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷

ইউরোপীয় মানবাধিকার আদালতের প্রেসিডেন্ট সিওফ্রা ও’লিয়ারি যুক্তরাজ্যকে ইঙ্গিত করে বলেন, মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় কনভেনশনে সই করেছে যুক্তরাজ্য৷ তাই আদালতের নির্দেশ অমান্য করা মানেই তা আন্তর্জাতিক আইন লংঘন করা৷

অভিবাসীদের জীবন সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে বলেই আদালত এমন সিদ্ধান্ত দিয়েছিল বলেও জানান তিনি৷

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর সিদ্ধান্তটিকে খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত৷ কিন্তু তাতেও দমে যাননি ঋষি সুনাক৷ রুয়ান্ডাকে নিরাপদ দেশের স্বীকৃতি দেয়ার উদ্দেশে দেশটির সঙ্গে নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য সরকার৷ এই প্রসঙ্গে পার্লামেন্টে তোলা হয়েছে একটি বিল৷ সেই বিলে অবশ্য পার্লামেন্টের নিম্মকক্ষ অর্থাৎ হাউস অব কমন্সের সম্মতি মিলেছে৷ এখন উচ্চকক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছে৷

রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের পাঠানোর পরিকল্পনাটি আন্তর্জাতিক আইনের লংঘন নয় বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক৷ ইউরোপীয় আদালতের মন্তব্যের পর এ কথা জানিয়েছেন সুনাকের একজন মুখপাত্র৷

ওই মুখপাত্র আরো বলেন, ‘‘আমরা নিশ্চিত যে আমাদের পরিকল্পনা কোনোভাবেই আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থি নয়৷’’

সূত্রঃ এএফপি

এম.কে
৩০ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

ব্রিটেনে গত দুই বছরে খাদ্য পণ্যের দাম শতকরা ১৭৫ ভাগ বেড়েছে

ইস্ট লন্ডনে হিজাব পরিহিত মহিলাদের উপর শেতাঙ্গের হামলা

এনএইচএস-এর কর্মী সংকটে কার্ডিয়াক ও ক্যান্সার অপারেশন বিলম্বিত

অনলাইন ডেস্ক