15.1 C
London
April 10, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আন্তর্জাতিক এআই ঘোষণায় সই করল না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণাপত্রে সই করেনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি নিয়ে চুক্তিটি সই করেছে বিশ্বের বহু দেশ।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে তারা এতে সই করেনি।

প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তির বিকাশের প্রাথমিক পর্যায়ে এটিকে ‘ধ্বংস’ করে দিতে পারে।

ভ্যান্স বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, এআই যুক্তরাষ্ট্রের জন্য একটি সুযোগ, যা ট্রাম্প প্রশাসন নষ্ট করবে না।

ভ্যান্সের বক্তব্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। ম্যাক্রোঁ বলেন, এআইকে এগিয়ে নিতে হলে সুনির্দিষ্ট নিয়মের প্রয়োজন।

যুক্তরাজ্য এর আগে এআই নিরাপত্তার ধারণার পক্ষেই ছিল। ২০২৩ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিশ্বের প্রথম এআই নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছিলেন।

ফ্যাক্ট-চেকিং সংস্থা ফুল ফ্যাক্টের এআই বিভাগের প্রধান অ্যান্ড্রু ডুডফিল্ড বলেন, প্যারিসের ঘোষণাপত্রে সই না করায় যুক্তরাজ্য তার এআই নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার অবস্থানকে দুর্বল করে ফেলেছে।

৬০টি দেশের সই করা বিবৃতিতে ডিজিটাল বিভাজন কমিয়ে এআই সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, এআই এর বিকাশ স্বচ্ছ, নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হতে হবে। মানুষ ও পৃথিবীর জন্য টেকসইভাবে এআই তৈরি করাই অগ্রাধিকার।

এই ঘোষণার মধ্যে কী এমন ছিল যা যুক্তরাজ্য সরকার গ্রহণ করতে পারেনি, তা স্পষ্ট নয়। দেশটির এক সরকারি মুখপাত্র বলেন, আমরা মনে করি, ঘোষণায় বৈশ্বিক শাসন নিয়ে পর্যাপ্ত স্পষ্টতা নেই এবং জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার কঠিন প্রশ্নগুলো যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

এম.কে
১৩ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ দম্পতি ইরানে আটক

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ৩৭ বছরের ভারতীয় রামাস্বামী

নিউজ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল