দ্বিতীয়বারের মতো অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হয়েছে ইংল্যান্ডে। এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে হাজার হাজার প্যারামেডিক এবং সহায়তা কর্মী এই শীতে দ্বিতীয়বারের মতো কর্মবিরতিতে যাচ্ছেন। এনিয়ে গভীর চিন্তায় পড়েছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) কর্তৃপক্ষ।
এনএইচএস বলছে, বুধবার (১১ জানুয়ারি) শুরু হওয়া অ্যাম্বুলেন্স ধর্মঘট ইংল্যান্ড এবং ওয়েলসে ক্রিসমাসের আগের ধর্মঘটের চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। বেতন বৃদ্ধি নিয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় এই শীতে দ্বিতীয়বারের মতো কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
কর্মীদের মতে এবারের ধর্মঘট আগেরটির চেয়ে অনেক বেশি কঠোরভাবে পালিত হবে। এদিকে, সরকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে। তবে ট্রেড ইউনিয়ন নেতারা আশ্বস্ত করে বলেছেন, জীবন রক্ষাকারী জরুরি সেবা চালু থাকবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন আইনেও জীবন রক্ষাকারী জরুরি সেবা সচল রাখার কথা বলা আছে।