8.6 C
London
January 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আবারও আশ্রয়প্রার্থীদের বিবি স্টকহোমে ফেরাচ্ছে যুক্তরাজ্য

দুই মাস পর আবারো আশ্রয়প্রার্থীদের বিবি স্টকহোম নামের ভাসমান বার্জটিতে ফিরিয়ে আনছে যুক্তরাজ্য৷ আশ্রয়প্রার্থীদের সেখানে রাখা শুরু করার দিন কয়েকের মধ্যে পানির সরবরাহ লাইনে ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দেয়৷ ফলে,বার্জটি খালি করতে বাধ্য হয় যুক্তরাজ্য সরকার৷

দুই মাস পর যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে রাখা বার্জটিতে বৃহস্পতিবার থেকে ফিরতে শুরু করেছেন আশ্রয়প্রার্থীরা৷

আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের সময় তাদের হোটেলে রাখতে গিয়ে বিশাল অঙ্কের অর্থ গুণতে হচ্ছিল যুক্তরাজ্যকে৷ সেই খরচ কমাতে ভাসমান বার্জে আশ্রয়প্রার্থীদের রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ এর মধ্য দিয়ে প্রতিদিন অন্তত আট মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চায় সুনাক প্রশাসন৷

কিন্তু বার্জের পানিতে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে চাপে পড়ে যুক্তরাজ্য সরকার৷ তবে এর মধ্য গত হয়েছে দুই মাস৷ এখন বার্জের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট কর্তৃপক্ষ৷

তবে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঘটনায় বেশ বিব্রত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷ কারণ দেশটিতে আগামী বছর জাতীয় নির্বাচন৷ নির্বাচনের আগে অনিয়মিত অভিবাসনের লাগাম টেনে ধরাকে নিজের অগ্রাধিকার হিসেবে নিয়েছেন তিনি৷

সেই পরিকল্পনার অংশ হিসেবে ব্রিটেনে অনিয়মিতভাবে আসা বা আশ্রয়প্রার্থীদের বার্জের রাখার সিদ্ধান্ত নেয়া হয়৷ পোর্টল্যান্ডে তিন তলা বিশিষ্ট বিবি স্টকহোম নামের বার্জটিতে দুইশটি শয়নকক্ষে পাঁচশ মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে৷

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে বার্জটিতে আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ানো হবে৷ আগামী দিনগুলোতে যারা অনিয়মিতভাবে যুক্তরাজ্যে আসবেন, তাদের সেখানে রাখা হবে৷’’

ব্রিটিশ সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছেন বিশ্লেষকেরা৷ তারা বলছেন, এই বার্জটিতে আশ্রয়প্রার্থীদের রাখার সিদ্ধান্ত অমানবিক৷ তারা বার্জটিকে একটি বন্দিশালার সঙ্গে তুলনা করেছেন৷

এক বিবৃতিতে দাতব্য সংস্থা কেয়ার ফর ক্যালাইস-এর মুখ্য নির্বাহী স্টিভ স্মিথ বলেন, ‘‘সামরিক ঘাঁটি আর বার্জে আশ্রয়প্রার্থীদের রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাজ্য সরকার তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছেন৷

এম.কে
২১ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

অনলাইনে ‘রোমান্স স্ক্যাম’, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রলোভনে প্রতারিত ৫০ নারী

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে মানবদেহে নিপাহ ভাইরাসের টিকা পরীক্ষা শুরু

এক মাসে দুই বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক