18.1 C
London
September 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আমরা আমাজন নইঃ ইউক্রেনকে বলেছে যুক্তরাজ্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আরও সাহায্যের অনুরোধ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কোটি কোটি ডলারের অস্ত্র সহযোগিতা পাওয়ার জন্য আরও কৃতজ্ঞতা প্রকাশে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী এ প্রসঙ্গে গত বছরের একটি ঘটনা স্মরণ করেছেন। সে সময় ইউক্রেনের কাছ থেকে আরও অস্ত্র সহায়তার জন্য নতুন তালিকা পেয়েছিলেন। জবাবে বেন ওয়ালেস বলেছিলেন, ‘আমরা আমাজন নই।’

তবে ইউক্রেনিয়ানদের যুদ্ধকে ‘মহান লড়াই’ অভিহিত করে বেন ওয়ালেস বলেছেন, ‘তারা শুধু নিজেদের জন্য নয়, আমাদের স্বাধীনতার জন্যও লড়ছে।’

এই সম্মেলনে ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় ইউক্রেনের প্রেসিডেন্ট হতাশা প্রকাশ করেন। এরপর ইউক্রেনের অস্ত্র সহায়তার অনুরোধ এবং জবাবে ওই কথা বলার বিষয়টি উল্লেখ করেন বেন ওয়ালেস।

সাংবাদিকদের ব্রিফিংয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের এটা মনে রাখা দরকার যে তারা দেশগুলোকে নিজেদের মজুত খালি করে অস্ত্র দেওয়ার অনুরোধ করছে। তিনি বলেন, ‘এখানে ছোট একটা বিষয় আছে, তা আমরা পছন্দ করি আর না করি, সেটা হলো এ জন্য মানুষ কৃতজ্ঞতা দেখতে চায়।’

এম.কে
১৩ জুলাই ২০২৩

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

আরো পড়ুন

ব্রিটিশ রাজতন্ত্রের সাথে বিচ্ছেদের আহ্বান কানাডার বিচ্ছিন্নতাবাদী দলের

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

‘মন্ত্রীসভায় ইসলামফোবিয়ার স্থান নেই’: গনির পক্ষে মন্ত্রীরা