16.4 C
London
August 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আমরা বেশি দিন নাই, চোরদেরকে আর নির্বাচিত করবেন নাঃ ব্রিগে. শাখাওয়াত

হয়তো আমরা বেশিদিন নাই। আগে পরে নির্বাচন হবে। দয়া করে চোরদেরকে আর নির্বাচিত করবেন না। আপনারা সব দেখেছেন আপনারা নিজেরা জানেন ভালো মানুষ তো ভালো মানুষই। যারা আপনাদের পেছনে প্রচুর কাজ করে।

আমি এখানে প্রচারনা চালাতে আসি নি। আমার দুঃখ লাগে এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হওয়া নিয়ে। এই টাকাগুলো দেশে থাকলে আরও অনেক উন্নতি হত।

আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। যেটাকে আমি যদি বলি নির্মুল করবো পসিবল না। এইটা রক্তের মধ্যে মিশে গেছে। এটা অভ্যাস বলব না কী বলব? এইটা আমাদের উপরে আল্লাহতালার একটা গজব। হাজার হাজার কোটি টাকা নাই। কে চুরি করেছে তাও সকলেই জানেন।

এম.কে
১৯ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে চলছে পাহাড় কাটার মহোৎসব

অনলাইন ডেস্ক

১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে

নিউজ ডেস্ক

শ্যালিকা মঞ্চে পলকের চাচা শ্বশুরকে শোকজ করল বিএনপি