14.9 C
London
October 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আমরা বেশি দিন নাই, চোরদেরকে আর নির্বাচিত করবেন নাঃ ব্রিগে. শাখাওয়াত

হয়তো আমরা বেশিদিন নাই। আগে পরে নির্বাচন হবে। দয়া করে চোরদেরকে আর নির্বাচিত করবেন না। আপনারা সব দেখেছেন আপনারা নিজেরা জানেন ভালো মানুষ তো ভালো মানুষই। যারা আপনাদের পেছনে প্রচুর কাজ করে।

আমি এখানে প্রচারনা চালাতে আসি নি। আমার দুঃখ লাগে এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হওয়া নিয়ে। এই টাকাগুলো দেশে থাকলে আরও অনেক উন্নতি হত।

আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। যেটাকে আমি যদি বলি নির্মুল করবো পসিবল না। এইটা রক্তের মধ্যে মিশে গেছে। এটা অভ্যাস বলব না কী বলব? এইটা আমাদের উপরে আল্লাহতালার একটা গজব। হাজার হাজার কোটি টাকা নাই। কে চুরি করেছে তাও সকলেই জানেন।

এম.কে
১৯ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

এবার এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল

অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র

টিউলিপের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি