12.1 C
London
January 6, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আমেরিকা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমান হতে নামানো হল চঞ্চল চৌধুরীকে

ঢাকা থেকে নিউইয়র্ক যাওয়ার পথে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে চঞ্চল চৌধুরীকে।

সতেরো দিন আগে ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল চঞ্চল চৌধুরীর। সংগোপনে বিমানের আসনে উঠে বসেছিলেন অভিনেতা। তবে বিমান ছাড়ার আগে কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা তাকে দেশত্যাগের কারণ জানতে বিমানে উঠেন। তথ্যানুযায়ী জানা যায় সঠিক উত্তর দিতে না পারায় চঞ্চল চৌধুরীকে বিমান হতে নামতে অনুরোধ করা হয়।

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী সরকারের ঘনিষ্ঠ জন হিসাবে পরিচিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সরকার হতে বিভিন্ন অন্যায্য সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে অভিনেতা-অভিনেত্রীদের একটি ফেসবুক গ্রুপ হতে চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক কথা বলারও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন অবলম্বনে সৃজিৎ মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন চঞ্চল চৌধুরী।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

এম.কে
১২ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

আকবর গ্রেফতারের ভুয়া খবর প্রচার, জনমনে বিভ্রান্তি

অনলাইন ডেস্ক

বাংলাদেশে পান করা ৪৯ শতাংশ পানিতে ক্যানসারের জীবাণুঃ গবেষণা

বাংলাদেশের বৈশ্বিক সামরিক শক্তিতে ৩ ধাপ উন্নতি