14.9 C
London
October 10, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আমেরিকান প্রেসিডেন্ট ট্র‍্যাম্পের নানাবাড়ি যুক্তরাজ্যে

যুক্তরাজ্যের সঙ্গে ট্রাম্পের নাড়ির সম্পর্ক। স্কটল্যান্ডের লুইস দ্বীপ তার নানাবাড়ি। ট্রাম্পের মা ম্যারি অ্যান ম্যাকলিওড ছিলেন স্কটিশ। ১৯৩০ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন। কিন্তু জীবনভর তিনি লুইস দ্বীপের স্থানীয় উচ্চারণ (গ্যালিক ভাষা) ধরে রাখতেন এবং নিয়মিত সেখানে যেতেন। ব্যবসায়িক দিক থেকেও রয়েছে গভীর সম্পর্ক। তিনি অতীতে যুক্তরাজ্যকে ‘আমার এবং আমাদের দেশের জন্য খুব বিশেষ’ হিসাবে বর্ণনা করেছেন।

স্কটল্যান্ডে দুটি গলফ কোর্সের মালিক তিনি। সেগুলো হলো- ট্রাম্প টার্নবেরি এবং ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ। এগুলো যুক্তরাজ্যের অ্যাবারডিনশায়ারে অবস্থিত। তবে এই কোর্স নিয়ে বিতর্কও রয়েছে।

স্কটিশ ন্যাচারাল হেরিটেজের মতে, অ্যাবারডিনশায়ার কোর্সটি বিশেষভাবে সংরক্ষিত এলাকা আংশিকভাবে ধ্বংস করেছে। যদিও তিনি স্কটল্যান্ড সম্পর্কে উষ্ণ কথা বলেছেন, কিন্তু তাকে সেই চোখে দেখে না স্কটিশরা।

সাম্প্রতিক এক মতামত জরিপে দেখা যায়, ১০ জনের মধ্যে প্রায় সাতজন স্কটল্যান্ডের মানুষের মধ্যে ট্রাম্পের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

হামাসকে ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটামঃ রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চুক্তি না হলে ভয়াবহ পরিণতি

বিদেশি কর্মী টানতে ভিসার সংখ্যা ৩০ গুণ বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

নিউজ ডেস্ক