ভারতীয় পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদায় উল্লেখযোগ্য পতন ঘটেছে, যা দেশের জন্য উদ্বেগজনক একটি বার্তা প্রদান করছে। বিশেষ করে, বিশ্বের বিভিন্ন দেশে ভিসা মুক্ত বা সহজ প্রবেশাধিকার অর্জনে ভারতের পাসপোর্ট এখন আগের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে। এই পতনের ফলে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে প্রভাব পড়তে পারে, যা ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন সীমাবদ্ধতা সৃষ্টি করবে। বিশ্বব্যাপী ভারতীয় পাসপোর্টের মর্যাদার এই সংকট সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।
২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের অবস্থান পাঁচ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে নেমে এসেছে। এই সূচকটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (IATA) বিশেষ ডেটার উপর ভিত্তি করে পাসপোর্টধারীদের ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের সূচক অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র ৫৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান। সিঙ্গাপুর পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্র ২য় স্থান থেকে সরাসরি ৯ম স্থানে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজনৈতিক প্রবণতা ক্রমশ অভ্যন্তরীণ এবং বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে।
পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের মতো দেশগুলো এখনও ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে বড় সীমাবদ্ধতার সম্মুখীন। আফগানিস্তান সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে, যা গত ১৯ বছরের সূচকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক গতিশীলতা ব্যবধান।
উল্লেখ্য, ভারত ২০০৬ সালে তার সর্বোচ্চ অবস্থান ৭১তম স্থানে পৌঁছেছিল। তবে ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অবস্থান বড় ধাক্কা খায়। এরপর ২০২৪ সালে ৮০তম স্থানে উন্নীত হলেও ২০২৫ সালে আবার ৮৫তম স্থানে নেমে এসেছে।
এদিকে বাংলাদেশের জন্যও বেশ দুঃসংবাদ বয়ে আনে সংস্থাটি। বাংলাদেশ বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়ে বর্তমানে ১০০তম অবস্থানে রয়েছে।গত বছর বাংলাদেশ ৯৭তম স্থানে ছিল। এ বছর বাংলাদেশ লিবিয়া এবং ফিলিস্তিনের সঙ্গে একই অবস্থান ভাগ করে নিয়েছে।
এম.কে
১১ জানুয়ারি ২০২৫