TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আলোচনা ব্যর্থ, চুক্তিবিহীন ব্রেক্সিটের পথে বরিস জনসন!

চুক্তিবিহীন ব্রেক্সিটের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বরিস জনসনের মুখোমুখি আলোচনা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ স্তরের বৈঠকে কর্মকর্তারা ব্রেক্সিটের যে কোনো আলোচনা বাতিল করে দিয়েছেন।

বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন চুক্তি স্বাক্ষর না করলেও, চুক্তিহীন অবস্থা ঠেকানোর জন্য আগামী রোববারের (১৩ ডিসেম্বর) মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য একমত হয়েছেন।

ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের শর্তের মেয়াদ শেষ হয়ে যাবে এই ডিসেম্বরেই।

চলমান নীতি অনুসারে যুক্তরাজ্যের জলসীমায় ইউরোপীয় দেশগুলো অবাধে মাছ শিকার করতে পারে। ইইউ বিশেষ করে ফ্রান্স এই সুবিধা আগামীতেও বলবৎ রাখতে চায়। যুক্তরাজ্য এতে রাজি না হলে ইউরোপের বাজারে তাদের শুল্কমুক্ত মাছ রপ্তানি চায় না ইইউভূক্ত সদস্য রাষ্ট্র।

এছাড়া ব্রিটেনে ইইউ নাগরিকদের কর্মসংস্থান অধিকার এবং পরিবেশ বিষয়ক নীতিমালা বহাল রাখা, যাত্রী ও মালামাল পরিবহনে সীমান্ত চৌকিতে তল্লাশি ও শুল্ক আদায় এবং উভয়পক্ষের মধ্যে বিরোধ হলে ইউরোপীয় আদালতে সমাধানের কর্তৃত্ব চায় ইইউ।

 

সুত্র: ইন্ডিপেনডেন্ট
১০ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

যুক্তরাজ্যে জিসিএসই পরীক্ষা ল্যাপটপে নেয়ার কথা ভাবছে পরীক্ষা বোর্ড

ব্রিটেনে মর্গেজ অ্যাপ্লিকেশনে যেধরনের ইনকাম ডকুমেন্ট লাগবে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আবহাওয়া পূর্বাভাসে ঝড় লিলিয়ানের আশঙ্কা