4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ই-ভিসা সংক্রান্ত বিভ্রান্তি রেখে দেওয়া নিয়ে দাতব্য সংগঠনের উষ্মা প্রকাশ

ই-ভিসা নিয়ে বিভ্রান্তির কারণে যুক্তরাজ্যে প্রবেশে বাধা পেতে পারেন স্থানীয় বাসিন্দারা, বলছে অধিকার সংস্থা ও দাতব্য সংগঠন।

ইমিগ্রেশন মন্ত্রণালয় বর্তমানে ডিজিটাল ভিসায় রূপান্তর প্রক্রিয়া স্থগিত করেছে, তবে প্রচারণাকারীরা আশঙ্কা করছে চলমান প্রযুক্তিগত সমস্যাগুলো ভ্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

অভিবাসী অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে যে ডিজিটাল ভিসায় রূপান্তরের কারণে ইউকেতে বসবাস করা বাসিন্দারা বিদেশ থেকে ফিরে আসতে বাধার সম্মুখীন হতে পারেন, যদিও সরকার শেষ মুহূর্তে সময়সীমা তিন মাস বাড়িয়েছে।

গত সপ্তাহে হোম অফিস ঘোষণা করেছে যে ইউকেতে বৈধ উপায়ে বসবাসের প্রমাণ হিসেবে ই-ভিসা ব্যবহারের রূপান্তর প্রক্রিয়া ২০২৫ সালের মার্চের শেষে শুরু হবে। তবে, ডিসেম্বরের পূর্ব নির্ধারিত সময়সীমা থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযুক্তিগত সমস্যার কারণে।

যদিও এই বিলম্ব বেশিরভাগ ক্ষেত্রে স্বাগত জানানো হয়েছে, তবে আশঙ্কা রয়েছে যে পরিবর্তিত সময়সূচি বিদেশি বিমানবন্দর কর্মী ও সীমান্ত কর্মকর্তাদের কাছে যথাসময়ে পৌঁছাবে না। এর ফলে ইউকেতে বসবাস করা বাসিন্দাদের বিদেশে আটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইমিগ্রেশন ল’ প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশন (ILPA) এবং ইউরোপীয় নাগরিকদের অধিকার রক্ষা সংগঠন দ্য থ্রি মিলিয়ন হোম অফিসকে পাঠানো একটি চিঠিতে বলেছে, “আমাদের পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নিশ্চিত যে এই বার্তাটি প্রতিটি ক্যারিয়ার, চেক-ইন কর্মী, তৃতীয় পক্ষ এবং বোর্ডিং গেট কর্মীদের কাছে পৌঁছাবে না।”

সরকারি নিয়ম অনুযায়ী, যদি কোনো পরিবহন সংস্থা এমন কোনো যাত্রীকে যুক্তরাজ্যে নিয়ে আসে, যাকে পরে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, তবে সেই সংস্থাকে যাত্রীকে ফেরত নেওয়ার খরচ বহন করতে হয়। “ক্যারিয়াররা, যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঝুঁকি এড়াতে চায়, তাই তারা যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছ থেকে কারও ভ্রমণের অনুমতি নিশ্চিত না পেলে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেই যাত্রীকে ভ্রমণের অনুমতি না দেওয়ার সম্ভাবনা বেশি।”

দ্য থ্রি মিলিয়ন-এর নীতি ও গবেষণা কর্মকর্তা মোনিক হকিনস বলেছেন: “আমরা উদ্বিগ্ন যে এই বিলম্ব সমস্যার সমাধান করবে না, বরং ভবিষ্যতের জন্য সমস্যাটি রেখে দিচ্ছে। এটি নিশ্চিত করতে হবে যে কেউ যেন নিজের দোষে নয় এমন পরিস্থিতিতে আটকা পড়ে আর্থিক, মানসিক ও অন্যান্য চাপের শিকার না হন। বিমান সংস্থাগুলোকে মেয়াদোত্তীর্ণ নথির ভিত্তিতে কাউকে ভ্রমণের অনুমতি দেওয়ার বিষয়ে বোঝানোর দায়ভার ব্যক্তিদের উপর ছেড়ে দেওয়া যায় না; এটি সরকারের দায়িত্ব।”

ই-ভিসা সিস্টেম ইতোমধ্যে যুক্তরাজ্যে ইউরোপীয় নাগরিকদের জন্য চালু করা হয়েছে। “আমরা দেখেছি, কিভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণে মানুষ চাকুরি ও বাসস্থানের সুযোগ হারিয়েছে, সেবা নিতে অপারগ হয়েছে এবং ভ্রমণে সমস্যার মুখোমুখি হয়েছে,” বলেছেন হকিনস। “স্পষ্টতই, বর্তমান সিস্টেম কাজের উপযুক্ত নয়।”

সরকার পরিবহন সংস্থাগুলোর জন্য যাত্রীদের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাইয়ের জন্য একটি ২৪/৭ “সমর্থন কেন্দ্র” চালু করেছে। তবে যাত্রীদের জন্য “সমাধান কেন্দ্র” হেল্পলাইন শুধুমাত্র ব্রিটিশ সময়ে চালু থাকে।”

হোম অফিস বলছে, এ বছর ৩.১ মিলিয়ন মানুষ তাদের ই-ভিসা অনলাইনে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন (UKVI) অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যবহার করেছে। তবে কতজন এখনও এটি ব্যবহার করেননি, তা উল্লেখ করা হয়নি। বর্ধিত সময়সীমার পর পুরোনো বায়োমেট্রিক রেসিডেন্সি পারমিট (BRP) আর ইমিগ্রেশন স্ট্যাটাস প্রমাণ হিসেবে কার্যকর থাকবে না। তবে পাসপোর্টের মুদ্রিত স্ট্যাম্প এবং ভিসা এখনও বৈধ থাকবে।

হোম অফিসের কর্মকর্তারা বলছেন, ই-ভিসার রোলআউট প্রযুক্তিগত সমস্যায় ভুগছে। প্র্যাক্সিস নামের অভিবাসী অধিকার সংস্থার জোসেফিন হুইটাকার-ইলমাজ বলেছেন, “আমরা দেখেছি, সরকারি বিভাগগুলো ই-ভিসা গ্রহণ করতে প্রস্তুত না থাকার কারণে পিতামাতাদের শিশু ভাতার অধিকার অস্বীকার করেছে, এবং ব্যাংকগুলো এটিকে স্ট্যাটাস প্রমাণ হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ধরণের প্রশাসনিক ভুল পরিবারগুলোর দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে, এমনকি তাদের গৃহহীন করে তুলতে পারে।”

কিছু মানুষ প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ই-ভিসা অ্যাক্সেস করতে পারেননি, যেমন স্মার্টফোন বা নিয়মিত ইমেইল অ্যাকাউন্ট না থাকা।

ওপেন রাইটস গ্রুপের প্রোগ্রাম ম্যানেজার সারা আল শরিফ বলেছেন: “অনেক সময় মানুষ UKVI অ্যাকাউন্ট তৈরি করার পরও ইমেইল নিশ্চিতকরণ পেয়ে ই-ভিসা অ্যাক্সেস করতে পারে না প্রযুক্তিগত ত্রুটির কারণে। কেউ কেউ তাদের পুরোনো আবেদন দেখতে পায়, নতুন আবেদন নয়। এসব সমস্যা এখনও বিদ্যমান, বিশেষত শরণার্থী ট্রাভেল ডকুমেন্ট ই-ভিসার সাথে সংযুক্ত করার ক্ষেত্রে।

হোম অফিসের সমস্যাগুলো সমাধান করছে না। বরং এটি নতুন সমস্যা তৈরি করেছে এবং অনেক মানুষকে পরিষ্কার নির্দেশনা ছাড়াই রেখে দিয়েছে। বিশেষত নতুন BRP ইস্যু করা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে মানুষ তাদের কাজ, বাসস্থান বা দেশে ফিরে আসার অধিকার প্রমাণ করার জন্য কোনো উপায় পাচ্ছে না। এটি মানুষের জন্য একটি বড় অনিশ্চয়তা তৈরি করেছে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৯ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা প্রেরণ কার্যক্রমে বিক্ষোভকারীদের বাধা

হজ নিয়ে প্রতারণার আশঙ্কায় শতাধিক ব্রিটিশ মুসলিম!

অনলাইন ডেস্ক

প্রিন্স হ্যারি’র মার্কিন ভিসা ড্রাগ ব্যবহারের কারণে ‘প্রত্যাহার’ করা হতে পারে