সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী জানা যায়, ২০১১ সাল থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ২.৫ মিলিয়ন বেড়েছে।
২০২১ সালের জরিপে ইংল্যান্ড এবং ওয়েলসের ৫৯.৫ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ১০ মিলিয়ন বিদেশি নাগরিককে গণনা করা হয়েছে। এর মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি।
ইংল্যান্ড এবং ওয়েলসে রোমানিয়ান বংশোদ্ভূত মানুষের সংখ্যা ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ৫৮৬% বেড়ে ৫ লাখ ৩৯ হাজারে দাঁড়িয়েছে।
আদমশুমারির দিন, ২১ মার্চ ২০২১ ইংল্যান্ড এবং ওয়েলসের সম্মিলিত জনসংখ্যা ছিল ৫ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৫৪২।
‘প্রাকৃতিক’ জনসংখ্যা বৃদ্ধি, জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা থেকে মৃত্যুর সংখ্যা বিয়োগ ৪২.৫% বৃদ্ধির জন্য দায়ী।
অন্য ৫৭.৫% ইতিবাচক নেট মাইগ্রেশনের কারণে ইংল্যান্ড এবং ওয়েলসে অভিবাসিত হওয়া এবং দেশত্যাগ করা সংখ্যার মধ্যে পার্থক্য দেখা যায়, যার পরিমাণ দুই মিলিয়ন।
লন্ডন হলো এমন একটি অঞ্চল যেখানে যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১ সালে, রাজধানীর সাধারণ বাসিন্দাদের মধ্যে ১০ জনের মধ্যে চার জনেরও বেশি (৪০.৬%) যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।
বিপরীতে, ওয়েলস (৬.৯%) এবং ইংল্যান্ডের উত্তর-পূর্ব (৬.৮%) উভয়েরই ১৪ জন সাধারণ বাসিন্দার মধ্যে একজন যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।
২ নভেম্বর ২০২২
সূত্র: বিবিসি