TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইংল্যান্ডে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাড়ছে অপরাধ

ইংল্যান্ড পুলিশের সিনিয়র অফিসাররা বলেছেন, সন্দেহভাজনদের চার্জ করার ক্ষমতা পুলিশকে দেওয়া উচিত।
পুলিশ প্রধান বলেছেন, সন্দেহভাজনদের চার্জ করতে বিলম্বের ফলে মামলার ব্যাকলগ হচ্ছে এবং দোষীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।
ওয়েস্ট মিডল্যান্ডস ফোর্সের নেতৃত্বদানকারী ক্রেগ গিল্ডফোর্ড, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের স্টিফেন ওয়াটসন এবং ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের জন রবিনস এই তিন সিনিয়র পুলিশ প্রধান তাদের মতামত দিতে গিয়ে বলেন, স্বাধীন প্রসিকিউশন আইনজীবীদের পরিবর্তে পুলিশকে সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ আনার ক্ষমতা দেওয়া উচিত।
তারা বলেন যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে বেশিরভাগ ক্ষেত্রে চার্জ অনুমোদনের একমাত্র ক্ষমতা দেওয়া উচিত নয়। বিশেষ করে গার্হস্থ্য নির্যাতন, হয়রানি, চুরি, ডাকাতি এবং সহিংস অপরাধের সন্দেহভাজন অপরাধীদের চার্জ করার ক্ষমতা পুলিশকেও দেওয়া উচিত। পুলিশ প্রধানরা বলেছেন  বিচারে বিলম্বিত হওয়ার ফলে ভুক্তভোগী এবং সাক্ষীরা দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত।
ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ জানিয়েছে যে সাম্প্রতিক বছরগুলিতে সন্দেহভাজনদের চার্জ করার হার কমেছে। এই কারণে পুলিশ হঠাৎ করে কম কার্যকর হয়েছে এবং অপরাধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
এম.কে
২৭ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে নজরদারির নামে নাটক, অভিবাসনে বিশৃঙ্খলার ঝড়

স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

স্কটল্যান্ডে পেল প্রথম মুসলিম প্রধানমন্ত্রী